Bangla Hunt Desk: দেশের সেরা ফিল্মসিটির পর এবার ফার্মা ডিভাইস পার্ক (Pharma Device Park) তৈরি করতে চলেছে যোগী (Yogi Adityanath) সরকার। গ্রেটার নয়ডায় ইয়ামনা এক্সপ্রেসওয়েতে নির্মিত হতে চলেছে এই ফার্মা ডিভাইস পার্ক। কোটি কোটি মানুষের স্বাস্থ্য সম্পর্কিত এই বিষয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজ উদ্যোগেই এগিয়ে গিয়েছেন।
কোথায় নির্মিত হবে এই ফার্মা ডিভাইস পার্ক?
গ্রেটার নয়ডায় ইয়ামনা এক্সপ্রেসওয়েতে প্রায় ৩৫০ একর জমির উপরে নির্মিত হবে এই ফার্মা ডিভাইস পার্ক। আনুমানিক ৫২৫০ কোটি টাকা খরচ হবে এই প্রকল্পে। এর ফলে দেশের কোটি কোটি মানুষ উপকৃত হবেন। এই বিষয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এক চিঠির মাধ্যমে কেন্দ্রীয় মন্ত্রী সদানন্দ গৌড়াকে এই মেডিকেল পার্কের সুযোগ সুবিধা সম্বন্ধে জানিয়েছেন। সেইসঙ্গে নয়ডায় এই ফার্মা ডিভাইস পার্ক তৈরির সম্মতি প্রদানের জন্য অনুরোধও করেছেন।
বিদেশ থেকে আমদানী করতে হয় চিকিৎসা সরঞ্জাম
জানা গিয়েছে, এই মেডিকেল ডিভাইসগুলির ব্যবসা প্রায় ৪০ হাজার কোটি টাকার কাছাকাছি। যার মধ্যে প্রায় ৮০ শতাংশ যন্ত্রপাতি বিদেশ থেকে বিশেষত চীন থেকে আমদানি করা হয়। স্টেথোস্কোপ থেকে শুরু করে গ্লুকোমিটার, এমআরআই স্ক্যানারের মতো সরঞ্জামগুলিও আছে। এই সকল চিকিৎসা সরঞ্জাম আমদানী করতে যেহেতু বেশি অর্থের ব্যয় হয়, সেই কারণে চিকিৎসা ক্ষেত্রও ব্যয়বহুল হয়ে পড়ে।
বাস্তব রূপ পাবে মেক ইন ইণ্ডিয়া প্রকল্প
সব দিক বিবেচনা করে যোগী সরকার জানিয়েছেন, যদি এই সকল সরঞ্জাম দেশের মাটিতেই নির্মান করা যায়, তাহলে চিকিৎসা খাতে খরচ অনেক কম হয়ে যাবে। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেক ইন ইণ্ডিয়া পরিকল্পনাও অনেকখানি বাস্তব রূপ পাবে।