এই মুহুর্তে নেটজনতার একটা বিরাট অংশ অনলাইন গেমিং (game) এ আসক্ত। অনেক সময় গুগলের প্লে স্টোর (google play store) থেকে না ডাউনলোড করে আমরা বিভিন্ন বিজ্ঞাপন দেখে গেম ডাউনলোড করি। বিশেষজ্ঞরা বলছে বিজ্ঞাপন থেকে গেম ডাউনলোড করার ফলে আপনি বড় সড় বিপদের মুখে পড়তে পারেন। কারন এই সব অ্যাপে থাকতে পারে মালওয়্যার। যা আপনার নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলতে পারে।
সম্প্রতি গুগল এরকম ২১ টি অ্যাপকে চিহ্নিত করে নিজেদের প্লেস্টোর থেকে সরিয়ে দিয়েছে। এগুলির বিরুদ্ধে ব্যাংক একাউন্ট, ইউপিআই পিন সহ একাধিক গুরুত্বপূর্ণ তথ্য হাতানোর অভিযোগ রয়েছে। এই সব তথ্য চুরি গেলে আপনার যেমন ব্যাংকের টাকা খোয়া যেতে পারে তেমনই বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠন আপনার তথ্য কিনে নিয়ে তা নিজেদের উদ্দেশ্য সাধনে ব্যাবহার করতে পারে।
২১ টি অ্যাপ ইতিমধ্যেই গুগল নিজেদের প্লেস্টোর থেকে সরিয়ে দিয়েছে। এছাড়াও সন্দেহের তালিকায় রয়েছে আরো ১৯টি। সব চেয়ে ভয়ংকর বিষয় হল প্রায় আট মিলিয়নেরও বেশি ডাউনলোড হয়েছে এই সাংঘাতিক বিপদজনক অ্যাপ।
কি করনীয়? বিজ্ঞাপনে দেখে কোনো অ্যাপ পছন্দ হলে তা বিজ্ঞাপনের লিংক থেকে নয় গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন।
দেখে নিন এই অ্যাপগুলির তালিকা
Shoot Them, Crush Car, Rolling Scroll, Helicopter Attack – new,Assassin Legend – 2020 NEW,Helicopter Shoot, Rugby Pass, Flying Skateboard, Iron it,Shooting Run, Plant Monster, Find Hidden,Find 5 Differences – 2020 NEW,Rotate Shape,Jump Jump,Find the Differences – Puzzle GameS,way Man,Desert Against, Money Destroyer,cCream Trip – NEW, Props Rescue