দূর্গা পুজোতেই ছেলের ছবি প্রকাশ‍্যে আনলেন কোয়েল, জানালেন নাম! তুমুল ভাইরাল ছবি

Last Updated:

বাংলাহান্ট ডেস্ক: কয়েক মাস আগেই মা হয়েছেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক (koel mallick)। লকডাউনের মধ‍্যেই মাতৃত্বের স্বাদ উপভোগ করেছেন তিনি। তবে দীর্ঘ ৫ মাসে ছেলের ছবি বা নাম কোনোটাই প্রকাশ করেননি অভিনেত্রী। অবশেষে দূর্গাষ্টমীর শুভ মুহূর্তে ছেলের প্রথম ছবি সকলের সঙ্গে ভাগ করে নিলেন কোয়েল।

অষ্টমীর দিন স্বামী নিসপাল রানের সঙ্গে একটি ছবি পোস্ট করেন কোয়ল। ছেলেকে কোলে নিয়ে হসিমুখে ক‍্যামেরায় ধরা দেন তিনি। অভিনেত্রী আরো জানান, ছেলের নাম কবীর রেখেছেন তাঁরা। পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গিয়েছে এই ছবি।

https://www.instagram.com/p/CGumtQ1hdLG/?igshid=1nv163fp4xnxl

গত মে মাসেই মা হয়েছেন কোয়েল মল্লিক। ফুটফুটে এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। উল্লেখ‍্য কোয়েল ও নিসপাল সিং রানে তাঁদের বিবাহবার্ষিকীতেই জানিয়েছিলেন এই সুখবর।


মা হওয়ার পরপরই করোনা আক্রান্ত হন কোয়েল সহ গোটা মল্লিক পরিবার। কোয়েল নিজেই টুইট করে জানান এই খবর। ফের ১৭ তারিখ নেওয়া হয় লালা রসের নমুনা। সেই রিপোর্টও পজিটিভ আসে কোয়েল, দীপা মল্লিক ও নিসপাল রানের। তবে রঞ্জিত মল্লিকের দ্বিতীয়বার রিপোর্ট নেগেটিভ আসে।

প্রসঙ্গত, লকডাউনের আগে মিতিন মাসি ছবিতে দেখা গিয়েছিল কোয়েলকে। এরপর সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি রক্তরহস‍্য। বক্স অফিসে ভালই সাড়া পেয়েছে এই ছবি।

X