সহজ নয় প্লে অফের যাত্রা, জেনে নিন কোন অংকে প্লে অফে পৌঁছাতে পারে কলকাতা নাইট রাইডার্স

মুম্বাই ইন্ডিয়ানস দলের সাথে বিশ্রী হার কার্যত খাদের কিনারায় দাঁড় করিয়ে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্সকে (kolkata knight riders)৷ অষ্টমীর সন্ধ্যায় কলকাতার দলকে সেই খাদের মুখ থেকে খানিকটা বের করে আনলেন বরুন চক্রবর্তী। এই মিস্ট্রি স্পিনারের ধাঁধায় পড়ে দিল্লির শক্তিশালী ব্যাটিং লাইন আপ কার্যত ধুলিস্যাৎ হল। কিন্তু অষ্টমীর সন্ধ্যায় জিতলেও এখনো প্লে অফে যাওয়ার রাস্তাটা খুব সহজ নয় কলকাতার কাছে। আসুন জেনে নি কোন অংকে প্লে অফে যেতে পারে কলকাতা।

IMG 20201025 155809

এই মুহুর্তে কলকাতার বাকি মাত্র তিন ম্যাচ। প্লে অফে যেতে নিশ্চিত করতে এই তিন ম্যাচের দুটিতে জিততেই হবে কলকাতাকে। দুটি ম্যাচ জিতলেই একপ্রকার নিশ্চিত প্লে অফের টিকিট। যদি কলকাতা দুটির বদলে ১টি ম্যাচ যেতে তবে অন্য দলগুলোর ফলের দিকে তাকিয়ে থাকতে হবে কলকাতাকে।

২৬ অক্টোবর শারজায় কলকাতার লড়াই পাঞ্জাবের বিরুদ্ধে। এই মুহুর্তে ৬ নম্বরে রয়েছে পাঞ্জাব। প্রথম চারে যেতে তারা যে কঠিন লড়াই দেবে কলকাতাকে তা বলাই বাহুল্য। পাশাপাশি পাঞ্জাবের দুই ওপেনার দারুন ফর্মে আছে। যেকোনো মুহুর্তে মরু শহরে ঝড় তোলার ক্ষমতা রাখেন গেইলও। পাঞ্জাবের বোলিংও বেশ আঁটোসাটো। সব মিলিয়ে পাঞ্জাব ম্যাচ জেতা সহজ হবে না কলকাতার।

২৯ অক্টোবর চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচ রয়েছে কলকাতার। এই মুহুর্তে ধোনির দল লিগের বাইরে ছিটকে গেলেও এই দলের পুরোনো পারফরম্যান্স এর ভিত্তিতে তাকে একেবারেই হাল্কা ভাবে নেওয়া ঠিক হবে না। এখনো একা ধোনিই যে কোনো মুহুর্তে ওয়ান ম্যান আর্মি হওয়ার ক্ষমতা রাখেন।

১ নভেম্বর রাজস্থানের বিরুদ্ধে লিগের শেষ ম্যাচ খেলবে কলকাতা। ৭ নম্বরে থাকলেও এই দলের বিরুদ্ধেও জয় পাওয়া একটু কঠিন হবেই কলকাতার।

 

সম্পর্কিত খবর