খুব তাড়া ছিল, আর সেই কারনেই নিজের সন্তানকে বেমালুম ভুলে ট্যাক্সিতেই ফেলে গেলেন বাবা মা। হ্যাঁ, এমনটাই ঘটেছে শহর কলকাতায়। ছাতা, ব্যাগ থেকে শুরু করে টুকটাক অনেক জিনিসই আমরা ফেলে আসি যানবাহনে। কিন্তু তাই বলে নিজের সন্তানকে ফেলে আসা! ফেসবুকে ঘটনার কথা জানার পর গুনধর দম্পতির দ্বায়িত্ব বোধ নিয়ে প্রশ্ন তুলছে নেটজনতা।
পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, কলকাতা বিমানবন্দর থেকে একটি ট্যাক্সি করে আলমবাজার ফিরছিলেন ঐ দম্পতি। তাদের সাথে ছিল শিশু সন্তানও। ট্যাক্সির মধ্যেই সে ঘুমিয়ে পড়ে। গন্তব্যে পৌঁছাতেই তাড়াহুড়োয় ট্যাক্সি ছাড়েন ঐ দম্পতি। এতটাই তাড়াহুড়ো করে যে নিজেদের সন্তানের কথাই বেমালুম ভুলে যান তারা।
অন্যদিকে ট্যাক্সি চালকও খেয়াল করেন নি শিশুটিকে। সেও নিজের পরবর্তী গন্তব্যের দিকে যাত্রা শুরু করে। কিছুক্ষণ পর তিবি ঐ শিশুর অস্তিত্ব টের পায়। সাথে সাথেই NSCBI ট্রাফিক গার্ড পুলিসে ঘটনাটি জানান তিনি।
ট্যাক্সি চালকের সহায়তায় ঐ শিশুর পরিবারের সাথে যোগাযোগ করা হয়। শিশুটির পিতা উপযুক্ত প্রমাণ দিয়ে শিশুটিকে নিয়ে যান। সামাজিক মাধ্যমে এই ঘটনার কথা পোস্ট করে বিধাননগর পুলিশ। প্রকাশ্যে আসতেই তা তুমুল ভাইরাল হয়ে যায়। পিতা মাতা কিভাবে সন্তানের কথা বেমালুম ভুলে যেতে পারে তা ভেবে পাচ্ছেন না নেটাগরিকরাও।