করোনা আক্রান্ত হলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, ট্যুইট করে জানালেন নিজেই

বাংলাহান্ট ডেস্কঃ এবারে করোনা আক্রান্ত হলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani)। করোনা আক্রান্ত হয়ে সে কথা বুধবার নিজেই ট্যুইট করে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। পাশাপাশি বিগত কয়েকদিনে তাঁর সংস্পর্শে আসা ব্যক্তিদেরও করোনা পরীক্ষা করানোর পরামর্শ দিলেন।

smriti irani 1

কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বুধবার ট্যুইটে লেখেন, ‘কোন ঘোষণা করার সময় আমার শব্দ চয়ন করতে সমস্যা হয়েছে, এটা খুবই কমবারই ঘটেছে। তাই সরাসরি স্পষ্ট ভাষায় জানাচ্ছি, আমার করোনা পজেটিভ ধরা পড়েছে। তাই বিগত কয়েকদিনে যারা আমার সংস্পর্শে এসেছিলেন, তারা সকলেই করোনা টেস্ট করিয়ে নেবেন’।

https://twitter.com/smritiirani/status/1321436270736875524

নির্বাচনের মুখে মোদী মন্ত্রী সভায় একের পর এক মন্ত্রী করোনা আক্রান্ত হয়ে পড়ায় চিন্তায় পড়েছেন সকলেই। কেন্দ্রীয় মন্ত্রী রামদাস অথওয়ালের করোনা পজেটিভ খবর পাওয়ার পরই স্মৃতি ইরানির করোনা পজেটিভ সংবাদে কিছুটা আশঙ্কায় রয়েছে মোদী মন্ত্রীসভা।

সূত্র মারফত জানা গিয়েছে, মন্ত্রী স্মৃতি ইরানি করোনা সংক্রমিত হলেও, শারীরিকভাবে তাঁর বিশেষ কোন লক্ষণ প্রকাশ পায়নি। এখনও অবধি চিকিৎসকদের পরামর্শ মত তিনি ওষুধ খাচ্ছেন।


Smita Hari

সম্পর্কিত খবর