৫৮ বছরের রেকর্ড ভেঙে বাংলায় উত্তুরে হাওয়া, কয়েকদিনের মধ্যেই হাড় কাঁপানো শীত : আবহাওয়ার খবর

weather update : শরতের রেশ কাটতেই শীতের আগমনের অপেক্ষা করতে শুরু করেছে বঙ্গবাসী৷ প্রতি বছর পুজোর পর হাল্কা শীতের আভাস থাকলেও এবার শীত আসছে অনেকটা তাড়াতাড়ি। আগামীকালের মধ্যেই বাংলার আবহাওয়ায় পরিবর্তন ঘটবে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। যার ফলে ভেঙে গেল৫৮ বছরের রেকর্ড।

kol winter4

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, লা নিনার কারনেই আবহাওয়াতে এহেন পরিবর্তন। আজ সকালেই হাল্কা কুয়াশার উপস্থিতি টের পাওয়া গিয়েছিল। আগামী কয়েকদিন রাতের দিকে তাপমাত্রা বেশ কিছুটা নামবে বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি, এবার গোড়া থেকেই ঝোড়ো ব্যাটিং শুরু করতে পারে শীত। হাড় কাঁপানো ঠান্ডা পড়তে পারে বাংলার জেলাগুলিতে।

QT bengal winter 1

বাংলার পাশাপাশি এবার ভারতের অন্যান্য অঞ্চলেও শীত এবার জাঁকিয়ে পড়বে। নভেম্বরের দ্বিতীয় দিনেই দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ১০-এর নেমেছে। এর আগে, দিল্লির তাপমাত্রা গত ২৬ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। ২৯ অক্টোবর দিল্লি সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছিল যা ১৯৯৪ সালের পর থেকে অক্টোবরের সর্বনিম্ন তাপমাত্রা। এখনো পর্যন্ত ১৯৩৭ সালের ৩১ অক্টোবর দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯.৪ ডিগ্রি সেলসিয়াস।

kolkata winter 28 1511843959 1

হিমাচল প্রদেশের লাহুল-স্পিটিতে তুষারপাত শুরু হয়েছে। কাইলং অঞ্চলে তুষারপাতের কারণে, বরফের চাদর জমি থেকে প্রায় 8 ইঞ্চি বেড়েছে। উঁচু পর্বতমালা ও হিল স্টেশনগুলি আরও সুন্দর দেখাতে শুরু করেছে। ইতিমধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস শূন্য দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

 

 

 

সম্পর্কিত খবর