বাংলাহান্ট ডেস্কঃ বিহারের ক্ষমতায় এল NDA। জয়লাভের পূর্বেই জয় নিশ্চিত ধরে নিয়েই বিহারবাসীর উদ্দেশ্যে এক ট্যুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra modi) এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জয়ের হাওয়া বিজেপির পক্ষে যাচ্ছে আঁচ করতে পেরেই বিহারবাসীকে আগাম অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী মোদী।
হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর প্রায় সাড়ে ১৪ ঘন্টা ধরে ভোট গণনার পর সংখ্যাগরিষ্ঠতার বিচারে বিহারের আসন পেল NDA। মঙ্গলবার সকাল ৮ টা থেকে ভোট গণনা শুরু হওয়ার পর টানটান উত্তেজনা ছিল প্রতিটি বিহারবাসীর মধ্যে। কখনও মহাজোট তো আবার কখনও এগিয়ে NDA।
बिहार में जनता-जनार्दन के आशीर्वाद से लोकतंत्र ने एक बार फिर विजय प्राप्त की है।@BJP4Bihar के साथ एनडीए के सभी कार्यकर्ताओं ने जिस संकल्प-समर्पण भाव के साथ कार्य किया, वह अभिभूत करने वाला है। मैं कार्यकर्ताओं को बधाई देता हूं और बिहार की जनता के प्रति हृदय से आभार प्रकट करता हूं।
— Narendra Modi (@narendramodi) November 10, 2020
অবশেষে বিহারে জয়ের হাসি ফুটল NDA-এর মুখে। আগাম জয়লাভ আন্দাজ করতে পেরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra modi) এক ট্যুইটে জানান, ‘বিহারবাসীর আশির্বাদে আবারও একবার আমারা জয় প্রাপ্ত করলাম। NDA-এর সকল সদস্যকে তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য ধন্যবাদ জানাই। আমি সকল সদস্যকে অভিনন্দন জানাচ্ছি এবং বিহারবাসীকে হার্দিক কৃতজ্ঞতা জানাচ্ছি’।
बिहार के हर वर्ग ने फिर एक बार खोखलेवादे, जातिवाद और तुष्टिकरण की राजनीति को सिरे से नकार कर NDA के विकासवाद का परचम लहराया है।
यह हर बिहारवासी की आशाओं और आकांक्षाओं की जीत है…@narendramodi जी और @nitishkumar जी के डबल इंजन विकास की जीत है।@BJP4Bihar के कार्यकर्ताओं को बधाई।
— Amit Shah (@AmitShah) November 10, 2020
জয়লাভের পূর্বেই বিহারবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়ে অমিত শাহ ট্যুইটে লেখেন, ‘প্রতিটি বিহারবাসী জাতপাতের রাজনীতির উর্দ্ধে গিয়ে বিচার করেছে। NDA-র উন্নয়নের রাজনীতিকে সকলেই সাদরে গ্রহণ করেছে। এই জয় প্রতিটি বিহারবাসীর আশা-আকাঙ্ক্ষার জয়। উন্নয়নের জয়গান। প্রধানমন্ত্রী মোদী এবং নীতীশ কুমারের নেতৃত্বের জয়। বিহারের প্রতিটি বিজেপি সদস্যকে আমি অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি’।
প্রসঙ্গত জানিয়ে রাখি, রাত যখন প্রায় ৩ টে তখন হাসি শেষ হাসি ফোটে NDA এর মুখে। ১২২ টি আসন দখলে নিয়ে ম্যাজিক ফিগারে ঢুকে পড়ে নরেন্দ্র মোদীর নেতৃত্বে থাকা NDA। বাকি থাকা ৩ টি আসনও চলে যায় বিজেপির দখলে। ১২৫ টি আসনে জয়লাভ করে NDA। অন্যদিকে ১১০ টি আসনেই থেমে যায় মহাজোট।