উন্নয়ন থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ! মুসলিম প্রার্থীর দাবি জানাল TMC সংখ্যালঘু সেলের নেতারা

বাংলাহান্ট ডেস্কঃ উন্নয়নের স্বার্থে এবার মুসলিম প্রার্থী দাবি করলেন তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতারা। মন্ত্রী মলয় ঘটকের বিধানসভা এলাকার তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতারা সংখ্যালঘু সম্প্রদায়ের একজনকে এবার নিজেদের প্রয়োজনে MLA/বিধায়ক হিসাবে নির্বাচন করার দাবি জানিয়েছেন।

নিজের দাবি জানাতে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন, আসানসোল পৌরনিগমের বিদায়ী কাউন্সিলর হাজি নাসো, বিদায়ী কাউন্সিলর ও বোরো চেয়ারম্যান গুলাম সরোবর, ওয়াসিম উল হক, আসানসোল পৌরগিমের আইনি উপদেষ্টা রবিউল ইসলাম সহ অনেকেই। তাদের দাবি একজন সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থী চাই।

bbkjbjfjb

উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে আসানসোল উত্তরের সংখ্যালঘুরা
তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতা তথা প্রাক্তন বোরো চেয়ারম্যান গুলাম সরোবর জানিয়েছেন, ‘রাজ্যের অন্যান্য ক্ষেত্রে উন্নতি হলেও, উত্তর আসানসোলের সংখ্যালঘুরা শিক্ষা, স্বাস্থ্য ও সামগ্রিক উন্নয়ন থেকে এখনও বঞ্চিত। গত ১০ বছর ধরে একই চিত্র দেখে আসছি। এবার আমরা একজন সংখ্যালঘু প্রার্থী চাইছি’।

নিজেদের অসুবিধার কথা বলতে পারে না সংখ্যালঘু মানুষেরা
আবার আসানসোল পৌরগিমের আইনি উপদেষ্টা তথা তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতা রবিউল ইসলাম বলেছেন, ‘৩০ থেকে ৩৫ শতাংশ সংখ্যালঘু মানুষ আছে আসানসোল উত্তরে। তারা এতদিন ধরে নিজেদের সুবিধা অসুবিধার কথা সঠিক জায়গায় জানাতে পারেনি। আজ তাদের সঙ্গে যদি একজন মুসলিম অর্থাৎ সংখ্যালঘু MLA/বিধায়ক পাই, তাহলে সকলেই নিজেদের কথা তাদের বলতে পারবে’।

পায়নি কর্ম সংস্থানের সুযোগ
তিনি আরও বলেন, ‘কর্ম সংস্থানের বিভিন্ন ক্ষেত্রে, যেমন ESI হাসপাতাল হোক বা অন্য কোন জায়গায়, আমাদের সংখ্যা লঘু ভাই বোনেরা সেখানে কর্ম সংস্থানের সুযোগ পায়নি। তাই আমাদের একজন প্রতিনিধি থাকলে আমরা আমাদের সমস্যার কথা জানাতে পারব’।


Smita Hari

সম্পর্কিত খবর