মুম্বাইকে চ্যাম্পিয়ন করেও IPL সেরা একাদশে জায়গা হল না রোহিতের, বাদ পড়লেন কোহলিও

বাংলা হান্ট ডেস্কঃ বিশ্বজুড়ে করোনা সংক্রমনের মধ্যেও আয়োজিত হয়েছিল আইপিএল 2020। অনেকেই ভেবেছিলেন এই বছর হয়তো আইপিএল আয়োজন সম্ভব নয় কিন্তু করোনা উদ্বেগের মধ্যেও আইপিএল আয়োজন করে দেখিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। এবছর আইপিএল আয়োজনে সবথেকে বড় ভূমিকা পালন করেছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।

যেহেতু ভারতে করোনা সংক্রমণ ব্যাপক আকার ধারন করেছে তাই এবার আইপিএলের নিরাপদ ভ্যেনু হিসেবে সংযুক্ত আরব আমিরসাহিকে বেঁছে নিয়েছিল বিসিসিআই। এবার আইপিএল শুরু হয়েছিল 19 শে সেপ্টেম্বর থেকে যা শেষ হয়েছে 10 ই নভেম্বর। মেগা ফাইনালে দিল্লিকে পাঁচ উইকেটে হারিয়ে পঞ্চমবারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।

26715324079305626fc565733cdf99817da6e233ef822b288de8aa0fb946584b5dda938cd 1

আইপিএল শেষ হওয়ার পরই অনেকে বেঁছে নিচ্ছেন আইপিএলের সেরা একাদশ। এবার আইপিএলের সেরা একাদশ বেছে নিলেন প্রাপ্তন ভারতীয় ক্রিকেটার তথা ধারাভাষ্যকর সঞ্জয় মঞ্জরেকর। তবে উল্লেখ্যযোগ্য ভাবে তিনি তার সেরা একাদশে রাখেন নি বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে।

9849219401b98130d611668b9ca709bb33807f761c687c2dc4d7f28b4f634abfa9210e42 1

সঞ্জয় মঞ্জরেকরের সেরা আইপিএল একাদশ:
কে এল রাহুল, মায়াঙ্ক আগরওয়াল, সূর্যকুমার যাদব, এবি ডিভিলিয়ার্স, নিকোলাস পুরান, অক্ষর প্যাটেল, রশিদ খান, জোফ্রা আর্চার, মহম্মদ সামি, যুজবেন্দ্র চাহাল, জাসস্প্রীত বুমরাহ।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর