দীপাবলীর (Diwali) সময় পাক সেনা ভারত (India) সীমান্তে উপদ্রব করবে না এমনটা হতে পারে না। প্রতি বছরের মতো এবছরও পাক সেনা সিজ ফায়ার উলঙ্ঘন করছিল। যার জবাবে ভারতীয় সেনা (Indian Army) পাকিস্তানের ৭-৮ জন সেনাকে খতম করেছে। একই সাথে পাকিস্তানের ১০ জন সৈনিক আহত হয়েছে বলে জানা গেছে।
খবর এও আসছে যে ভারতের সেনা পাকিস্তানের বেশকিছু টেরর লঞ্চ প্যাড উড়িয়ে দিয়েছেন। পাকিস্তান শুক্রবার দিন LOC এর ভিন্ন ভিন্ন স্থানে সিজ ফায়ার উলঙ্ঘন করেছিল। পাক সেনা মর্টার ও অন্যান্য হাতিয়ার ব্যাবহার করে ভারতের উপর টার্গেট করে গোলা দেগেছিল। এতে জম্মু কাশ্মীরের বারামুলাতে বিএসএফ সাব ইন্সপেক্টর রাকেশ দোভাল শহীদ হন।
পাকিস্তানের ফায়ারিং এর দরুন ভারতের এক সাধারণ নাগরিকও প্রাণ হারিয়েছেন। পাকিস্তানের এই হামলার জবাব দিতে গিয়ে ভারত বড়ো একশন নেয়। যার কিছু তথ্য সেনা সূত্র মারফত সামনে এসেছে।
ভারতীয় সেনা যে পাল্টা জবাব দিয়েছে তাতে পাকিস্তানের ৭ থেকে ৮ জন সৈনিক মারা গেছে। অন্যদিকে ১০ জন সৈনিক আহত হওয়ার খবর রয়েছে। তবে এই সংখ্যা আরো বাড়তে পারে। কারণ ভারতীয় সেনা বেশকিছু টেরর ক্যাম্পে উড়িয়ে দিয়েছেন।