“সৌরভ গাঙ্গুলি টাকার কাঙ্গাল, ও টাকার জন্য সব করে” প্রাপ্তন বোর্ড প্রশাসক

বাংলা হান্ট ডেস্কঃ গত বছর অর্থাৎ 2019 সালের 23 শে অক্টোবর বিসিসিআই প্রেসিডেন্ট পদে নিযুক্ত হন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলী (Sourav ganguly)। তখন থেকে এখনো পর্যন্ত তিনি দুর্দান্ত কাজ করেছেন, ভারতীয় ক্রিকেটকে দারুণ ভাবে এগিয়ে নিয়ে গিয়েছেন। এছাড়াও ভারতীয় ক্রিকেটে বেশ কিছু নতুনত্ব নিয়ে এসেছেন সৌরভ গাঙ্গুলী (Sourav ganguly)। যেমন সৌরভ গাঙ্গুলী বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ার পর দেশের মাটিতে প্রথম পিঙ্ক বল টেস্ট আয়োজিত হয়েছিল।

pjimage 21 5

এছাড়াও করোনা কালে যখন চারিদিকে বিভিন্ন টুর্নামেন্ট বন্ধ হয়ে যাচ্ছে সেই সময় সুষ্ঠ ভাবে আইপিএল আয়োজন করে দেখিয়েছেন সৌরভ গাঙ্গুলী। আর এই সৌরভ গাঙ্গুলীকেই টাকার কাঙ্গাল বললেন প্রাপ্তন বোর্ড প্রশাসক রামচন্দ্র গুহ।

130760 bevjubzubl 1573535477

রামচন্দ্র গুহ দাবি করেন, ” এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটে ভাই ভাইপোবাদ সম্পূর্ণভাবে ছড়িয়ে গিয়েছে। আমি বর্তমান প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীকে টাকার কাঙ্গাল মনে করি কারণ সৌরভ গাঙ্গুলী ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ পদে থাকার সত্ত্বেও তিনি বিভিন্ন ফ্যান্টাসি লীগের প্রচার করে থাকেন যেটা কখনই সৌরভ গাঙ্গুলির মত একজন ব্যক্তিত্ব কে মানায় না। তিনি শুধুমাত্র টাকার জন্যই এই সমস্ত করে বেড়ান। আর তাই আমি সৌরভ গাঙ্গুলীকে টাকার কাঙ্গাল মনে করি”।


Udayan Biswas

সম্পর্কিত খবর