ভিডিও ভাইরাল হলেই পাবেন কয়েক কোটি টাকা, দুর্দান্ত অফার নিয়ে এল এই অ্যাপ

Snapchat নিয়ে এসেছে নতুন spotlight ফিচার। এই ফিচার কোনও ব্যবহারকারী কী বিষয়ে আগ্রহী তার ভিত্তিতে দেখার জন্য “সর্বাধিক আকর্ষণীয়” পোস্টগুলি দেখার জন্য একটি অ্যালগরিদম ব্যবহার করবে। স্ন্যাপচ্যাট বলেছে যে এই নতুন ফিচারটিতে সাধারণ মানুষের পাশাপাশি এ তারকাদেরও অন্তর্ভুক্ত করা হবে।

images 2020 11 24T121625.963

ভাইরাল ভিডিও এর জন্য এক মিলিয়ন ডলার অর্থমূল্য দেওয়া হবে। ২০২০ সালের শেষ পর্যন্ত এই পুরস্কার ঘোষনা করা হয়েছে। তবে সফল হলে এটি সম্ভাব্যভাবে ২০২১ সালেও এই পুরস্কার থাকতে পারে বলে সংস্থাটি জানিয়েছে।

উপার্জনের যোগ্য হতে ভিডিওগুলিকে স্কিমটিতে জমা দিতে হবে। একটি ভিডিও তার মালিকের জন্য কতটুকু তৈরি করে তা একটি জটিল সূত্রের উপর নির্ভর করে – তবে ভিডিওটিতে কত ভিউ রয়েছে তা অন্তর্ভুক্ত।

স্ন্যাপচ্যাট অবশ্য বলেন নি যে দিনে এক মিলিয়ন ডলার কত লোকের মধ্যে বিভক্ত হবে, বা সর্বোচ্চ কত টাকা পাবে ব্যবহারকারীরা।

ব্যবহারকারীদের অর্থ প্রদানের জন্য কমপক্ষে ১৬ বছর বা তার বেশি বয়সী হতে হবে। কপিরাইট, স্পনসরশিপ এবং ড্রাগস এবং অ্যালকোহল সহ অন্যান্য বিষয়গুলির বেশ কয়েকটি নিয়ম মানতে হবে।

বলা বাহুল্য, টিকটকের জনপ্রিয়তার অনেকটাই এই মুহুর্তে চলে গিয়েছে ইন্সটাগ্রামের রিলের। এবার সেই জনপ্রিয়তায় ভাগ বসাতে এই বিপুল পুরস্কারের ঘোষণা করেছে Snapchat.

 

 

 

সম্পর্কিত খবর