‘তাড়াতাড়ি খাবার বয়কট করুন’, কৃষক আইন ইস‍্যুতে উল্টো সুর তাপসীর!

বাংলাহান্ট ডেস্ক: ‘দিল্লি চলো’ অভিযানের প্রথম দিন দলে দলে কৃষক হরিয়ানা থেকে পঞ্জাবে এসে ঢোকেন। জলকামান, কাঁদানে গ‍্যাস সব সহ‍্য করেও পুলিসের ব‍্যারিকেড ভেঙে এগিয়ে চলেন কৃষকেরা। মোদী সরকারের পাশ করা তিনটি কৃষক আইনের (farmers act) বিরুদ্ধে আন্দোলনে নেমেছে পঞ্জাবের কৃষকেরা।

আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়িয়েছেন বলিউডের বেশ কয়েকজন জনপ্রিয় তারকা। তার মধ‍্যে রয়েছেন সোনু সূদ, স্বরা ভাস্কর, রিচা চাড্ডা সহ আরো অনেকে। কৃষকদের নিজের ‘ভগবান’ বলে মন্তব‍্য করেছেন ‘গরিবের মসিহা’ সোনু সূদ। তাদের পাশে দাঁড়িয়ে কৃষক আইনের বিরুদ্ধে সরব হয়েছেন রিচা, স্বরাও।

14THRDFARM1

তবে তাপসী পন্নুর (tapsee pannu) টুইট দেখে জোর শোরগোল শুরু হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়। কৃষক আইনের প্রসঙ্গে সম্প্রতি অভিনেত্রী টুইট করেন, ‘চলো এবার আর সময় নষ্ট করা যাবে না। তাড়াতাড়ি খাবার বয়কট করা যাক। টুইটারবাসী আপনারাই পারবেন।’ আসলে পুলিসি নিরাপত্তা দিয়ে আন্দোলনরত কৃষকদের দিল্লিতে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। এই খবর প্রকাশ‍্যে আসতেই কেন্দ্রীয় সরকারকে ব‍্যঙ্গ করে এই টুইট করেছেন তাপসী।

taapsee tweet

অপরদিকে প্রথম থেকেই কৃষকদের সমর্থনে সরব হয়েছেন অভিনেতা সোনু সূদ। বৃহস্পতিবার নিজের টুইটার হ‍্যান্ডেলে বিক্ষোভরত কৃষকদের পাশে দাঁড়িয়ে তিনি টুইট করেন, ‘কৃষক আমার ভগবান’। মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোনুর এই টুইট। বহু মানুষ ধন‍্য ধন‍্য করতে থাকে তাঁকে।

 

https://twitter.com/ReallySwara/status/1332048003390115847?s=19

 

https://twitter.com/RichaChadha/status/1331900856816463873?s=19

হরিয়ানা সরকারকে তীব্র ভর্ৎসনা করে স্বরা লেখেন, ‘লজ্জাজনক ঘটনা। মনোহর লাল খট্টর সরকারের লজ্জা হওয়া উচিত। সোনিপথে এখন ১৪ ডিগ্রি তাপমাত্রা। নিষ্ঠুর অমানবিক এরা!’ সুর চড়ান রিচা চাড্ডাও। তিনি লেখেন, ‘এই নিষ্ঠুরতা কেন? বিলের পক্ষে বা বিপক্ষে হোন, কৃষকদের প্রতিবাদ করার অধিকার রয়েছে।’

Niranjana Nag

সম্পর্কিত খবর