বাংলা হান্ট ডেস্কঃ গোটা বিশ্ব আগে থেকেই করোনার প্রকোপের সন্মুখিন আর এখন জাপানে (japan) দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে বার্ড ফ্লু (Bird flu)। জাপানের কৃষি মন্ত্রালয় মঙ্গলবার জানিয়েছে যে, দেশের পোল্ট্রি ফার্ম ফুল থেকে সংক্রমণের শুরু হয়েছে, আর এটিকে বিগত চার বছরের সবথেকে বড় মহামারী হিসেবেই দেখা হচ্ছে।
জাপানের কৃষি মন্ত্রালয় নিজেদের ওয়েবসাইটে জানিয়েছে যে, দক্ষিণ-পশ্চিম জাপানে হোনশু দ্বীপে মিয়াজাকি প্রান্তের হয়ুগা শহরের এক পোল্ট্রি ফার্মে ‘এভিয়ান ইনফ্লুয়েঞ্জা” পাওয়া গিয়েছে। মন্ত্রালয় জানিয়েছে যে, এই কথায় কোনও আশঙ্কা নেই যে মুরগির ডিম খেলে মানুষেরাও বার্ড ফ্লুয়ে আক্রান্ত হতে পারে।
২০১৬ এর পর জাপানে বার্ড ফ্লুর সবথেকে খারাপ পরিস্থিতি গত মাসে জাপানের শিকোকু দ্বিপের কাগাবা প্রান্তে শুরু হয়। এই দ্বীপ কিউশু দ্বীপের পাশে অবস্থিত। মিয়াজাকি প্রান্তে পোল্ট্রি ফার্মে ৪০ হাজার মুরগি মেরে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে। আরেকদিকে, পোল্ট্রি ফার্মের তিন কিমি আশেপাশে মুরগির ব্যবসায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
জাপান সরকারের এই নতুন পদক্ষেপের কারণে বার্ড ফ্লুয়ের প্রকোপ শুরু হওয়ার পর ১৮ লক্ষের বেশি মুরগিকে মেরে ফেলা হবে। জাপানে এর আগে ২০১৮ সালেও বার্ড ফ্লুয়ের সংক্রমণ দেখা গিয়েছিল। সেবার এই সংক্রমণের শুরু কাগবা প্রান্ত থেকে শুরু হয়েছিল। সেই সময় ৯১ হাজার মুরগিকে মেরে ফেলা হয়েছিল।
জাপানে বার্ড ফ্লুয়ের সবথেকে বড় প্রকোপ নভেম্বর ২০১৬ আর মার্চ ২০১৭ এর মধ্যে দেখা দিয়েছিল। তখন ১৬ লক্ষের বেশি মুরগিকে মেরে ফেলা হয়েছিল।