বাংলা হান্ট ডেস্কঃ বর্তমানে ক্রিকেট বিশ্বের সেরা ব্যাটসম্যান ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat kohli)। কোহলি ব্যাট হাতে ক্রিজে নামলেই কোন না কোন নতুন নতুন রেকর্ড তৈরি হয়। ঠিক যেমন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে তিনি ভেঙে ফেলেছেন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের (Sadhin tendulkar) রেকর্ড। দ্রুততম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে 22 হাজার রান পূরণ করেছেন বিরাট কোহলি।
আগামীকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে নামতে চলেছে ভারত। আর এই ম্যাচে ফের কিংবদন্তি শচীন টেন্ডুলকারের রেকর্ড ভাঙ্গার হাতছানি ভারত অধিনায়ক বিরাট কোহলির কাছে।
ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ব্যাটসম্যান হিসেবে 12 হাজার রানের গণ্ডি ছুঁয়ে ছিলেন কিংবদন্তি শচীন তেন্ডুলকার। 309 টি ম্যাচে 300 তম ইনিংসে তিনি 12 হাজার রানে পৌঁছে ছিলেন। আর এই রেকর্ড ভাঙার দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন বিরাট কোহলি। 250 টি ওয়ানডে ম্যাচ খেলে মাত্র 241 টি ইনিংসেই বিরাট কোহলি করে ফেলেছেন 11,977 রান। অর্থাৎ 12 হাজার রানের মাইলস্টোন ছুঁতে গেলে আর মাত্র 23 রান করতে হবে বিরাটকে।
বুধবার ক্যানবেরা স্টেডিয়ামে যদি বিরাট কোহলি 23 রান করতে পারে তাহলেই কোহলি ছুঁয়ে ফেলবেন 12 হাজার রানের মাইলফলক। আর এই রান করতে বিরাট কোহলির লাগবে মাত্র 242 টি ইনিংস। সেই সঙ্গে বিশ্বের সবচেয়ে দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে 12 হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেলবেন বিরাট কোহলি। সেই সঙ্গে কিংবদন্তি শচীন টেন্ডুলকারের রেকর্ডও ভেঙ্গে ফেলবেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।