বাংলা হান্ট ডেস্ক: ছাড়পত্র পেয়ে গেল ফাইজার ও বায়োএনটেকের করোনা ভ্যাকসিন। বিশ্বের প্রথম দেশ হিসেবে ব্রিটেনে এই ভ্যাকসিন সাধারণকে দেওয়া হবে। আগামী সপ্তাহ থেকেই বৃহৎ সংখ্যায় এই ভ্যাকসিন উৎপাদন ও বিলি শুরু হয়ে যাবে।
বুধবার ব্রিটিশ সরকারের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্ট রেগুলেটরি এজেন্সির [MHRA] সুপারিশ মেনে আমরা ফাইজার ও বায়োএনটেকের করোনা ভ্যাকসিনকে ছাড়পত্র দিচ্ছি। আগামী সপ্তাহ থেকেই গোটা দেশে এই ভ্যাকসিন পাওয়া যাবে।’
UK authorises Pfizer-BioNTech COVID-19 vaccine, to be made available across the country from next week pic.twitter.com/gHVXZ98cLD
— ANI (@ANI) December 2, 2020
এই প্রসঙ্গে সেদেশের স্বাস্থ্য সচিব ম্যাট হ্যাংকক জানিয়েছেন, এটি খুবই ভাল খবর। আগামী সপ্তাহের শুরু থেকেই সাধারণকে টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। ফাইজারের চেয়ারম্যান ও সিইও আলবার্ট বৌরলা জানান, ‘এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। ভ্যাকসিন তৈরির লক্ষ্যে প্রথম দিন থেকে আমরা যা পরিশ্রম করেছি, আজকের এই সিদ্ধান্তে তার ফল পেলাম। আমরা বলেছিলাম বিজ্ঞান জিতবেই। দেশের মানুষের স্বার্থে সরকার যে দ্রুততার সঙ্গে পদক্ষেপ নিয়েছে, তাকে আমরা কুর্নিশ জানাই। আশা করি বাকি বিশ্বেও খুব দ্রুত আমাদের এই ভ্যাকসিন পৌঁছে যাবে এবং সকল দেশ অনুমোদন দেবে। এখনও প্রতিদিন হাজার হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। তাই প্রতিটি মুহূর্ত খুব গুরুত্বপূর্ণ।’