স্বল্প পোশাক পরে পিরামিডের সামনে ফটোশুট, মিশরীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে গ্রেফতার জনপ্রিয় মডেল

Published On:

বাংলাহান্ট ডেস্ক: মিশরের (egypt) গর্ব পিরামিডকে (pyramid) অবমাননার দায়ে এক ফটোগ্রাফারকে গ্রেফতার করল মিশর পুলিস। ওই ফটোগ্রাফারের বিরুদ্ধে অভিযোগ পিরামিডের সামনে অশ্লীল ফটোশুট করছিলেন তিনি। জানা গিয়েছে, ফটোশুটের মডেল সালমা-আল-শাইমি কেও গ্রেফতার করা হয়েছে।

ঘটনাটি ঘটে কায়রো শহরের বাইরে এক পিরামিডে। পিরামিডের সামনে মিশরের ঐতিহ‍্যবাহী পোশাকের বিকৃতি ঘটিয়ে তা আরো খোলামেলা স্বল্প অবস্থায় পরে ফটোশুট করার অপরাধে গ্রেফতার হতে হয় ওই ফটোগ্রাফার ও মডেলকে। সোশ‍্যাল মিডিয়ায় নেটিজেনদের থেকে অভিযোগ পাওয়ার পরেই তাঁরা গ্রেফতার হন বলে খবর।

মডেল সালমা আল শাইমি সোশ‍্যাল মিডিয়ায়বেশ জনপ্রিয়। তাঁর ফলোয়ারের সংখ‍্যা প্রায় ৯২ হাজারের বেশি। কিছুদিন আগেই পিরামিডের সামনে করা এই ফটোশুটের ছবি নিজের ইনস্টাগ্রাম হ‍্যান্ডেলে শেয়ার করেন সালমা আল শাইমি। বেশ ভাইরাল হয় সেই ছবিগুলি।

https://www.instagram.com/p/CIL9sp8HAT7/?igshid=16upagycbpc29

 

ছবিতে দেখা যায়, প্রাচীন মিশরীয় পোশাক পরে পিরামিডের সামনে পোজ দিয়েছেন ওই মডেল। কিন্তু নেটিজেনদের একাং অভিযোগ করে, মডেল যেমন খোলামেলা পোশাক পরেছেন তা মিশরীয়দের সংষ্কৃতি ও ঐতিহ‍্যের পরিপন্থী। এরপরেই গ্রেফতার হন ওই মডেল। তাঁর বিরুদ্ধে মিশরের পুরাকীর্তি মন্ত্রকের নিয়ম লঙ্ঘনেরও অভিযোগ উঠেছে।

https://www.instagram.com/p/CIL9YOink0w/?igshid=7uhsm6h98u2v

https://www.instagram.com/p/CIIqCajgj-l/?igshid=1akxw2slok6xd

 

অপরদিকে কিছু মানুষ এই গ্রেফতারির বিরুদ্ধেও সরব হয়েছেন। তাদের প্রশ্ন, সত‍্যিই কি প্রত্নতাত্ত্বিক স্থানে ছবি তোলায় নিষেধাজ্ঞা রয়েছে? বিশেষ করে যখন ছবিগুলি একেবারেই স্বাভাবিক। এর মধ‍্যে কোনো অশ্লীলতা নেই। তবে এই ঘটনাই প্রথম নয়, এর আগেও কয়েকজন মিশরীয়দেরদের ভাবাবেগে আঘাত হানার জন‍্য গ্রেফতার হতে হয়েছে।

X