বাংলা হান্ট ডেস্ক: মহারাষ্ট্রের প্রত্যন্ত গ্রামে পৌঁছে দিয়েছেন শিক্ষার আলোকে। সেই সঙ্গে নারীদের শিক্ষায় জোর ও শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির অনন্য ব্যবহার করে সবার কাছে পৌঁছে দিয়েছেন জ্ঞানের আলো। আর সেই কারণেই বার্কলে ফাউন্ডেশনের তরফে ‘গ্লোবাল টিচার্স অ্যাওয়ার্ড’ সম্মানে ভূষিত হলেন মহারাষ্ট্রের শোলাপুরের জেপি স্কুলের শিক্ষক রঞ্জিত সিং দিসালে । এই প্রথম কোনও ভারতীয় এই সম্মানে সম্মানিত হলেন।
এই পুরস্কার পাওয়ার জন্য বিশ্বের ১৪০টি দেশের ১২ হাজারের বেশি শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেছিলেন। ফাইনাল রাউন্ডে পৌঁছেছিলেন ১০ জন। তাদের সবাইকে পিছনে ফেলে পুরস্কার জিতে নেন রঞ্জিত। আর পুরস্কার মূল্য হিসেবে তিনি পেয়েছেন এক মিলিয়ন ডলার বা সাত কোটি টাকা। তবে এই পুরস্কার মূল্যের অর্ধেক তিনি বাকি নয় ফাইনালিস্টের মধ্যে ভাগ করে দেবেন বলে জানিয়েছেন রঞ্জিত।
এই সম্মান জিতে দিসালে জানান, ‘শিক্ষাই হল আসল পরিবর্তনকারী। আমরা ছাত্রছাত্রীরা জীবনে চ্যালেঞ্জ নিতে ভালবাসে, তারা নিজের হাতে নিজের জীবনকে পাল্টে দিতে চায়। আমি এই পুরস্কার পেয়ে খুশি। আর পুরস্কার মূল্যের অর্ধেক আমি বাকি নয়জনের মধ্যে ভাগ করে দেব যাতে তারাও তাদের দেশের শিক্ষাব্যবস্থার উন্নতি করতে পারেন। আমরা সবাই মিলেই এই পৃথিবীতে পরিবর্তন আনতে পারি।’
এই অনন্য সম্মান লাভের জন্য রঞ্জিতকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ। পাশাপাশি মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকেও তাঁকে শুভকামনা জানানো হয়েছে।