শীতের আমেজ অনুভব করলেও জাঁকিয়ে ঠাণ্ডার পূর্বাভাস নেই বঙ্গেঃ আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্কঃ বাংলার বাতাসে এখনও সেই কনকনে ঠাণ্ডার দাপট শুরু হয়নি। আবহাওয়া দফতরের (Weather office) পূর্বাভাস মত, এখনই জাঁকিয়ে শীত পড়তে কিছুটা হলেও দেরী আছে বাংলায়। মাঝে মধ্যে একটু আধটু তাপমাত্রার পারদ নামলেই, পরক্ষণে আগন্তুক ঘূর্ণিঝড়ের আগমনে তাপমাত্রা আবারও চড়চড় করে বাড়তে শুরু করছে।

বেলা বাড়তেই বাড়ছে তাপমাত্রার পারদ
কলকাতা শহরে ভোরের দিকে কিছুটা ঠাণ্ডা অনুভূত হলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়তে শুরু করছে। সেইসঙ্গে একটু চড়ে থাকছে রাতের তাপমাত্রাও। যার ফলে শীতের কাঁথা গায়ে দিয়েও ঘেমে যাচ্ছে বঙ্গবাসী। তবে আজকে আবার রাতের তাপমাত্রা সামান্য হলেও বৃদ্ধি পেতে পারে।

image 176

আজকের আবহাওয়া
এদিকে শনিবার সকাল থেকে কলকাতা শহরে তাপমাত্রা খুব একটা কমেনি। বরং আগের বেশ কিছু দিনের তুলনায় আজকের রাতের তাপমাত্রা কিছুটা হলেও বৃদ্ধি পেতে পারে। কেমন যেন একটু গরম অনুভব করছে বাংলার মানুষ। তবে কমতে পারে রাতের তাপমাত্রা।

আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। হাওয়া অফিস জানিয়েছে, বাংলার আকাশে সকালের দিকে মূলত আবছা রৌদ্রজ্জ্বল আকাশ থাকবে এবং রাতের দিকে মূলত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। বেলার দিকে কিছু উষ্ণতা অনুভূত হলেও, ভোরের দিকে তাপমাত্রার পারদ বেশ কিছুটা নিম্নগামী থাকছে।

weather

বাংলার পরিস্থিতি
আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাংলার দক্ষিণ দিকে বৃষ্টির কোন পূর্বাভাস নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পাশাপাশি বাংলার উত্তরের আবহাওয়াও শুষ্ক থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Smita Hari

সম্পর্কিত খবর