করোনার বিরুদ্ধে লড়াইয়ে অনন্য ভূমিকা, ‘এশিয়ান অফ দ্য ইয়ার’ সম্মান পেলেন সেরামের আদার পুনাওয়ালা

বাংলা হান্ট ডেস্ক: এশিয়ার বর্ষসেরা ব্যক্তি’র (Asian of the Year) সম্মান জিতে নিলেন সেরাম ইনস্টিটিউটের সিইও আদার পুনাওয়ালা। করোনার বিরুদ্ধে লড়াইয়ে অনন্য ভূমিকা নেওয়ার জন্য এই সম্মান পেলেন তিনি। পুনাওয়ালা ছাড়াও আরও পাঁচজন ব্যক্তি এই সম্মান পেয়েছেন। সিঙ্গাপুরের শীর্ষস্থানীয় সংবাদপত্র দ্য স্ট্রেইট টাইমসের (The Straits Times) বিচারে এই সম্মান পেয়েছেন পুনাওয়ালা।

ভারতে করোনা ভ্যাকসিন তৈরির ব্যাপারে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ব্রিটিশ-সুইডিশ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে সেরাম। ভারতে এই ভ্যাকসিনের নাম কোভিশিল্ড এবং এটি ট্রায়াল পর্যায়ে রয়েছে। পুনাওয়ালা ছাড়া আরও যে পাঁচজন এই সম্মান পেয়েছেন তারা হলেন Sars-CoV-2 ভাইরাসের জিনোমের প্রথম ম্যাপিং তৈরিকারী চিনা বৈজ্ঞানিক ঝাং ইয়ংঝেন, চিনের মেজর জেনারেল চেন ওয়েই, জাপানের রিউচি মরিশিতা, সিঙ্গাপুরের প্রফেসর উই এঙ অঙ এবং দক্ষিণ কোরিয়ার ব্যবসায়ী সেও জাং জিন। এনারা সকলেই ভ্যাকসিন নির্মাণ ও তার বণ্টনের ক্ষেত্রে অনন্য ভূমিকা নিয়েছেন।

এই ছয় পুরস্কার প্রাপককে ওই সংবাদপত্রে দ্য ভাইরাস বাস্টার্স বা ভাইরাস দমনকারী নামে আখ্যায়িত করা হয়েছে। উল্লেখ্য, ১৯৬৬ সালে আদার পুনাওয়ালার বাবা সাইরাস পুনাওয়ালা সেরাম ইনস্টিটিউট স্থাপন করেন। ২০১১ সাল থেকে সংস্থার দায়িত্ব নেন আদার পুনাওয়ালা।

সম্পর্কিত খবর