বিজেপিতে যোগ দিলেন দক্ষিণ ভারতের ‘অমিতাভ বচ্চন” উপাধি পাওয়া জনপ্রিয় অভিনেত্রী

বাংলা হান্ট ডেস্কঃ তেলেঙ্গানায় (Telangana) অভিনেত্রী থেকে নেত্রী হওয়া বিজয়াশান্তি (Vijayashanti) কংগ্রেসের হাত ছেড়ে বিজেপিতে যোগ দিলেন। জানিয়ে দিই, এর আগে তিনি একবার লোকসভার সাংসদ হয়েছিলেন। বিজয়াশান্তি বিজেপিতে যোগ দেওয়ার আগে গতকাল দিল্লীতে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ আর জি কৃষ্ণ রেড্ডির সাথে সাক্ষাৎ করেছিলেন। গতকালই সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছিল যে, তিনি আজ বিজেপিতে যোগ দেবেন।

বিজয়াশান্তি ২০১৪ সালে কংগ্রেসে যোগ দিয়েছিলেন। বিজয়াশান্তিকে দক্ষিণ ভারতের সিনেমার ‘অমিতাভ বচ্চন”ও বলা হয়। জানিয়ে দিই, বিজয়াশান্তি নিজের রাজনৈতিক ক্যারিয়ার বিজেপি থেকেই শুরু করেছিলেন। তিনি ১৯৯৭ সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন। যদিও তেলেঙ্গানা নিয়ে আলাদা রাজ্য গঠনের আন্দোলনের সময় তিনি TRS প্রধান কে চন্দ্রশেখর রাও এর সাথে যুক্ত হয়ে যান আর ওনার দলে যোগ দেন।

বিজয়াশান্তি TRS এর টিকিটে লোকসভার নির্বাচন লড়েছিলেন, আর ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত তিনি সাংসদ ছিলেন। এরপর তিনি TRS ছেড়ে কংগ্রেসে যোগ দেন।

 

Koushik Dutta

সম্পর্কিত খবর