বাংলা হান্ট ডেস্কঃ নতুন কৃষি আইনের (Farmer Bill) বিরুদ্ধে বিভিন্ন দল কৃষকদের সমর্থনে মঙ্গলবার ভারত বনধের (Bharat Bandh) সমর্থন করেছে। পশ্চিমবঙ্গ, বিহার সহ দেশের বিভিন্ন রাজ্যে এই বনধের প্রভাব দেখা যাচ্ছে। সকাল ১১ টা থেকে ডাকা বনধ বিভিন্ন রাজনৈতিক দল গুলো সকাল ৮ টা থেকেই পালন শুরু করে দিয়েছে। কৃষকদের সমর্থনে অনেক রাজনৈতিক দল বিশেষ করে বিজেপি বিরোধী দল আর ট্রেড ইউনিয়নগুলো রাস্তায় নেমেছে।
বিহারে প্রায় সব জেলাতেই সকাল থেকে বনধ সমর্থকরা রাস্তায় নেমে পড়েছে। বিহারের বৈশালীতে ভারত বনধের সমর্থকরা NH-22 জ্যাম করে দিয়েছে। আর এই কারণে বিয়ে করে বাড়ি ফেরা বর-কনের গাড়ি জ্যামে আটকে পড়েছে। হাজিপুরে বিয়ে সম্পন্ন হওয়ার পর মুজফফরপুরে ফেরা বর-কনের বাহন এখন দীর্ঘ জ্যামে ফেঁসে রয়েছে। আর এই কারণে নব দম্পতিকে চরম সমস্যার সন্মুখিন হতে হচ্ছে।
আরেকদিকে, বাংলাতেও বনধের প্রভাব দেখা যাচ্ছে। আসানসোলে বাস যাত্রীদের হাতজোড় করে বাস থেকে নেমে যাওয়ার আবেদন জানাচ্ছেন ধর্মঘটীরা। মধ্যমগ্রামে রাস্তায় ফুটবল ও কাটাকুটি খেলা শুরু করেছে বাম কর্মী সমর্থকরা। শ্যামবাজারের পাঁচ মাথার মোড়ে বিক্ষোভ দেখাচ্ছে বাম কর্মী সমর্থকরা। তবে সল্টলেকের সেক্টর ফাইভে বনধের তেমন প্রভাব দেখা যায়নি।
আরেকদিকে, আজ উত্তরবঙ্গ বনধের ডাক দিয়েছে বিজেপি। সকাল থেকেই উত্তরবঙ্গের নানান জায়গায় চলছে উত্তেজনা। কয়েকজন বনধ সমর্থক বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, গতকাল বিজেপির উত্তরকন্যা অভিযানে উলেন রায় নামের এক কর্মীর মৃত্যু হয়। পুলিশের পেলেটে ওই কর্মীর মৃত্যু হয়েছে। আর সেই ঘটনার প্রতিবাদে আজ উত্তরবঙ্গ বনধের ডাক বিজেপির।