বিশেষ ক্ষমতা আসছে চীনের হাতে, মুহূর্তের মধ্যে বদলে দিতে পারবে দেশের আবহাওয়া

বাংলাহান্ট ডেস্কঃ প্রাকৃতিক আবহাওয়াকে (weather) বদলে দেবে চীন (china)! শুধুমাত্র তাই নয়, ভারতের (india) থেকে প্রায় দেড়গুণ বড় জায়গার আবহাওয়া বদলে ফেলবে কৃত্রিমভাবেই! এও কি সম্ভব? ভূমাফিয়া চীন নিজেকে সর্বশক্তিমান করার লক্ষ্যে দ্রুতগতিতে এগোচ্ছে। সেইমত চলছে আবহাওয়া বদলে ফেলার যন্ত্র আবিস্কারের কাজ। আগামী ২০২৫ সালের মধ্যেই দেখা মিলবে সেই আশ্চর্য্যকর যন্ত্রের।

আবহাওয়া পরিবর্তনের যন্ত্র বানাচ্ছে চীন
এক ঐতিহাসিক পরিবর্তনের পথে হাঁটছে চীন। এক সংবাদসূত্রে জানা গিয়েছে, ওয়েদার মডিফিকেশন সিস্টেমের এই কাজ বেশ কয়েকবছর ধরেই চলছে বেজিং-এ। চীন যদি এই বিশেষ ক্ষমতা অধিকারী হয়ে ওঠে, তাহলে প্রাকৃতিক আবহাওয়া বদলে ফেলার ক্ষমতা চলে আসবে চীনের হাতে। তখন চীন নিজেদের ইচ্ছেমত ওই অঞ্চলের জলুবায়ুর পরিবর্তন করতে পারবে।

   

Chennai rains EPS

পূর্বেও এই কাজ করেছে চীনা বিজ্ঞানীরা
চীনের এই পরীক্ষা সফল হলে, আগামী ২০২৫ সালের মধ্যে ৫.৫ মিলিয়ন স্কোয়ার কিলোমিটার বা ২.১ মিলিয়ন স্কোয়ার মাইল এলাকায় কৃত্রিম আবহাওয়া তৈরি করতে সক্ষম হবে চীন। তবে চীনা বিজ্ঞানীরা দাবি করেছেন, ২০০৮ সালে চীন যে অলিম্পিকের আয়োজন করেছিল, তখনও তারা ক্লাউড সিডিং প্রক্রিয়ার মাধ্যমে শহরটির আকাশ পরিষ্কার করেছিল। মেঘের মধ্যে খুব অল্প পরিমাণে সিলভার আয়োডাইড মিশিয়ে প্রচুর বাষ্প তৈরি করে দ্রুত বৃষ্টি নামিয়ে আবহাওয়া পরিস্কার রাখার পরীক্ষায় সফল হয়েছিল তারা।

06656da07f68274c7d7f82a69a1d170e 5d859fbfe50dc 1

পরিবর্তন করতে পারবে জলবায়ু
তবে বর্তমান সময়ে চীন যে প্রক্রিয়ার উপর কাজ করছে, তাতে সফলতা পেলে ভারতের থেকেও প্রায় দেড়গুণ বড় এলাকার আবহাওয়া নিজেদের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবে জিনপিং-র দেশ। চীন যেখানে চাইবে সেখানকার বৃষ্টিপাত, তুষারপাত, রোদেলা আকাশ, এমনকি চাষাবাদের জন্য প্রয়োজনীয় জলবায়ু সবকিছুরই চাবিকাঠি থাকবে চীনের হাতে। সেইসঙ্গে প্রাকৃতিক দুর্যোগ এবং জরুরী অবস্থার থেকেও ওই অঞ্চলকে সুরক্ষিত রাখতে পারবে চীন।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর