বাংলাহান্ট ডেস্কঃ বৃহস্পতিবার অভিষেক ব্যানার্জীর (Abhishek Banerjee) গড়ে মিছিল করতে গিয়ে বিজেপির নেতা কর্মীরা আক্রান্ত হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। জেপি নাড্ডার কনভয়ের উপর হামলার রেশ কাটতে না কাটতেই দিল্লীতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শিত হল। জানা গিয়েছে, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার গাড়িতে হামলা হওয়ার পরিপ্রেক্ষিতে এমনটাই পদক্ষেপ নেওয়া হয়েছে।
জেপি নাড্ডার কনভয়ে হামলা
দুদিনের বাংলা সফরে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বুধবার সমস্ত কর্মসূচী নির্বিঘ্নে সম্পন্ন হলেও বৃহস্পতিবার ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষজন এবং জেলা নেতৃত্বদের সঙ্গে সাক্ষাৎ করার কথা ছিল। কিন্তু সেখানে যাওয়ার পথেই ঘটে বিপত্তি। আচমকাই হামলা শুরু হয় জেপি নাড্ডার কনভয়ে। এই নিয়ে তোলপাড় চলছে গোটা বাংলা জুড়ে। বিভিন্ন জায়গায় বিক্ষোভ, আন্দোলন করার মধ্যে দিয়ে অভিযোগ জানানো হয় রাজ্যপাল ভবনে গিয়েও।
দিল্লীতে অভিষেকের বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শিত হল
বিজেপির কনভয়ে হামলার ঘটনাকে আবার নাটক বলেও অভিহিত করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। কিন্তু এদিকে আবার এদিন সন্ধ্যায় নয়াদিল্লীতে ১৮৩ নম্বর সাউথ অ্যাভিনিউতে সাংসদ কোটায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখাল একদল যুবক। হাতে প্ল্যাকার্ড নিয়ে, সাংসদের বাড়ির দেওয়াল ও নেমপ্লেটে কালি লেপে দিয়ে নিজের প্রতিবাদ উগরে দিলেন তারা।
প্রতিক্রিয়া দেয়নি কোন পক্ষই
তবে দিল্লীতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনেের এই ঘটনার পরবর্তীতে এখনও অবধি তৃণমূল বা বিজেপি কোন পক্ষ থেকেই তেমন কোন প্রতিক্রিয়া মেলেনি। পাশাপাশি আরও একটা বিষয় জানা গিয়েছে, দিল্লী গেলেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নয়াদিল্লীতে ১৮৩ নম্বর সাউথ অ্যাভিনিউয়ের বাড়িতে মাঝে মধ্যেই থাকেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।