পাকিস্তানের যুদ্ধ বিরতির পাল্টা জবাব দিল ভারত, নিকেশ পাঁচ পাক জওয়ান

বাংলা হান্ট ডেস্কঃ পাকিস্তান (Pakistan) লাগাতার জম্মু আর কাশ্মীর যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলেছে। যদিও ভারতীয় সেনা তাদের প্রতিটি দুঃসাহসের জবাব মোক্ষম ভাবেই দিচ্ছে। আর সেই ক্রমেই পুঞ্ছ জেলায় ভারতীয় সেনা পাল্টা হানায় পাঁচ পাকিস্তানি জওয়ান নিকেশ হওয়ার খবর আসছে।

প্রতিরক্ষা সুত্র জানায়, ‘পাকিস্তান বৃহস্পতিবার পুঞ্ছ জেলায় নিয়ন্ত্রণ রেখার মনকোট সেক্টরে নাগরিকদের নিশানা করে ফায়ারিং শুরু করেছিল। পাকিস্তানি সেনা দ্বারা নাগরিকদের নিশানা করা ফায়ারিংয়ে গ্রামবাসীদের বেশ ক্ষয়ক্ষতি হয়। এরপর ভারতীয় সেনা পাকিস্তানকে পাল্টা জবাব দেয়। ভারতীয় সেনার পাল্টা ফায়ারিংয়ে পাঁচ পাক জওয়ান নিকেশ হয় আর তিনজন আহত হয়। পাকিস্তানের বেশ কয়েকটি বাঙ্কারও ধ্বংস করে সেনা। দুই পক্ষের মধ্যে প্রায় দুই ঘণ্টা লাগাতার ফায়ারিং চলে।”

এই বছরের প্রথম থেকে পাকিস্তান দুই হাজার বারেরও বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। জম্মু আর কাশ্মীরে জানুয়ারি ২০২০ থেকে পাকিস্তান দ্বারা এখনো পর্যন্ত করা যুদ্ধবিরতি লঙ্ঘনে ৩০ জন নাগরিক প্রাণ হারিয়েছে, আর ১০০ জনের বেশি আহত হয়েছে।

Koushik Dutta

সম্পর্কিত খবর