বাংলা হান্ট ডেস্ক: গতকাল ডায়মন্ড হারবার যাওয়ার পথে হামলা চালানো হয় জেপি নাড্ডার (J P Nadda) কনভয়ে। ভাঙচুর করা হয় একাধিক গাড়ি। আহত হন কৈলাস বিজয়বর্গী সহ একাধিক বিজেপি নেতা-কর্মী। আর এই ঘটনার পরেই নড়েচড়ে বসল স্বরাষ্ট্রমন্ত্রক। আজ রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বাংলার ডিজিপি ও মুখ্যসচিবকে ডেকে পাঠাল স্বরাষ্ট্রমন্ত্রক।
অন্যদিকে, এই ঘটনায় আজ কেন্দ্রকে রিপোর্ট পাঠালেন রাজ্যপাল জগদীপ ধনকরও। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকরের তরফ থেকে একটি রিপোর্ট পেয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। এছাড়া রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে কথা বলতে ডিজিপি ও মুখ্যসচিবে ডেকে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার নাড্ডার কনভয়ে হামলা করা হয়েছিল, আর ওনার গাড়িতে পাথর ছোড়া হয়েছিল। নাড্ডার আগমনে বিক্ষুব্ধ তৃণমূল কর্মীরা ডায়মন্ড হারবারে ঢোকার সময় ওনার গাড়িতে হামলা করে। ভেঙে ফেলা হয় গাড়ির কাঁচ। জেপি নাড্ডার আগমনের বিরোধিতা করা রাস্তায় দাঁড়িয়ে থাকা মানুষদের হাতে তৃণমূলের পতাকা দেখা গিয়েছে। আর সেখান থেকে জেপি নাড্ডার কনভয়ে হামলা চালানো হয়। এরপর রাজ্যের শাসক দল আর বিজেপির মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়। হামলার পর নাড্ডা বলেন, ওনার গাড়ি বুলেটপ্রুফ না হলে পরিণাম ভয়ঙ্কর হত।
নাড্ডার উপর হামলার পর বিজেপি আক্রমণাত্বক হলে মমতা ব্যানার্জীও পাল্টা আক্রমণ করেন। মমতা ব্যানার্জী এই হামলাকে নাটক বলে আখ্যা দেন আর বলেন, এত কড়া সুরক্ষার মাঝে কেউ কীভাবে ঢুকে হামলা করতে পারে? মমতা ব্যানার্জী অভিযোগ করে বলেন, শিরোনামে থাকার জন্য বিজেপি নিজেদের উপর হামলা করাচ্ছে। উল্লেখ্য, এই হামলার ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।