বাংলাহান্ট ডেস্কঃ বাংলায় জেপি নাড্ডার কনভয়ে হামলার প্রতিবাদে নড়েচড়ে বসেছে বিজেপি (Bharatiya Janata Party) শিবির। বাংলা থেকে মমতা ব্যানার্জীর শাসনকালের পরিসমাপ্তি ঘটাতে দিকে দিকে চলছে জোর প্রস্তুতি। সেই তালিকায় কয়েকধাপ এগিয়ে গেলেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র (Narottam Mishra), পৌঁছে গেলেন ইন্দিরা ভাদুড়ির (Indira Bhaduri) বাড়ি।
অভিনেতা অমিতাভ বচ্চনের শাশুড়ি অর্থাৎ সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চনের মা হলেন ইন্দিরা ভাদুড়ি। বর্তমানে তিনি ভোপালে থাকেন। ভোপালে প্রচুর সংখ্যায় বাঙালি বসবাস করেন। কিছুদিন আগেই লকডাউনে সেখানে আটকে পড়া বহু বাংলার শ্রমিককে ব্যবস্থা করে বাংলায় ফেরত পাঠানোও হয়েছিল।
বাংলায় গত বৃহস্পতিবার জেপি নাড্ডার কনভয়ে যে হামলা হয়েছে, তাঁর প্রতিবাদে মমতা ব্যানার্জীকে টার্গেট করেছে বিজেপি। বাংলা থেকে সম্পূর্ণরূপে মমতা সরকারকে উতখাত করতে উঠে পড়ে লেগে গিয়েছে বিভিন্ন বিজেপি শিবির। তারই এক বড় পদক্ষেপ নিলেন নরোত্তম মিশ্র। সোজা পৌঁছে গেলেন অমিতাভ বচ্চনের শাশুড়ির দোরগোড়ায়।
बॉलीवुड के महानायक श्री अमिताभ बच्चन (@SrBachchan) जी की भोपाल में निवासरत सासु मां श्रीमती इंदिरा भादुड़ी से सौजन्य भेंट की।
इस अवसर पर उन्हें अगले हफ्ते भोपाल में होने वाले बंगाली बंधुओं के सम्मेलन में शामिल होने का न्योता दिया।@BJP4Bengal pic.twitter.com/SoEg9HmuPp
— Dr Narottam Mishra (@drnarottammisra) December 11, 2020
ইন্দিরা ভাদুড়ির কাছে তিনি আবেদন জানান, বাংলা থেকে নির্মম সরকারের শাসন উতখাত করতে আমাদের পাশে আপনাকে চাই। রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু থাকছে না আর। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়জির উপর হামলার তীব্র নিন্দা জানাই আমরা। সোনার বাংলা গড়ে তুলতে বাংলার মানুষকে আশ্বস্ত করুন আপনি। সেইসঙ্গে বাংলার মানুষকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে জাতীয়তাবাদের পথে ফিরে আসার নেতৃত্ব দিন’।
নরোত্তম মিশ্র আরও জানিয়েছেন, ইন্দিরা ভাদুড়ি তাঁর পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এমনকি তপন ভৌমিকের নেতৃত্বে আয়োজিত বৈঠকে অংশগ্রহণ করবেন বলেও জানিয়েছেন।