বাংলা হান্ট ডেস্কঃ নির্বাচনের আগেই আগুনের গোলা হয়ে উঠছে বাংলা! দুদিন আগে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার পর আজ আবার বিজেপির উপরে হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি দাবি করেছে যে, উত্তর ২৪ পরগনা জেলার হালিশহরে শনিবার তাদের উপর হামলা করে, এই হামলায় একজনের মৃত্যু হয়েছে আর ছয়জন আহত হয়েছে।
বিজেপির তরফ থেকে ট্যুইট করে দাবি করা হয় যে, ‘আরও একটি হত্যা। এবার হালিশহরে বিজেপির কর্মী সৈকত ভাওয়ালকে তৃণমূলের গুণ্ডারা নির্মম ভাবে হত্যা করেছে। তৃণমূলের এই হামলায় বিজেপির ছয়জন কর্মী আহত হয়েছে। আহতদের কল্যাণীর জেএন মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বিজেপির ডোর টু ডোর অভিযানের সময় ওঁর উপর হামলা করা হয়।”
https://twitter.com/BJP4Bengal/status/1337767170692972544
আরেকদিকে, তৃণমূল সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছে। তৃণমূল জানিয়েছে যে এই ঘটনা ব্যাক্তিগত শত্রুতার ফল। বিজেপির নেতা মুকুল রায় জানিয়েছেন, RSS কর্মী তথা ৬ নম্বর ওয়ার্ডে হালিশহরের বাসিন্দা সৈকত ভাওয়ালের হত্যা করেছে তৃণমূলের গুণ্ডারা। রাজ্যে গণতন্ত্র শেষ হয়ে গেছে।