পথের কুকুরদের শীত থেকে রক্ষা করতে রাস্তার পাশে ঘর বানিয়ে দিল যুবক, ভাইরাল ভিডিওতে প্রশংসার বন্যা

viral video : আমাদের চারপাশে সবচেয়ে বেশি যে প্রাণীটির দেখা মেলে তা হল পথ কুকুর। পথেই তাদের বাস, শীত গ্রীষ্ম বর্ষায় প্রকৃতির মার সহ্য করে কোনোরকমে অর্ধাহার অনাহারে বেঁচে থাকে তারা। এই শীতে কোথাও আশ্রয় নিতে গেলে তাদের কপালে জোটে মার। কিন্তু সকলে সমান নয়। পৃথিবীতে এমন মানুষও আছে যারা কুকুরদের খাবার ও আশ্রয় দেন। তেমনই একজন আসামের এই যুবক। শীতের হাত থেকে বাঁচানোর জন্য তার তৈরি বাটার ঘর এই মুহুর্তে নেট দুনিয়ায় সাড়া ফেলে দিয়েছে।

IMG 20201213 112749

   

জনপ্রিয় এক সংবাদ মাধ্যমের টুইটার একাউন্ট থেকে পোস্ট করা এই ভিডিওটিতে দেখা যাচ্ছে, ফেলে দেওয়া টিভির বাক্সকে হলুদ ও সবুজ রঙ করে এই ঘর বানিয়েছেন যুবক। ঘর গরম করার জন্য ভিতরে রাখা হয়েছে কাপড়ও। রয়েছে জলের পাত্র। সেই পাত্রটি এমন ভাবে তৈরি যে বৃষ্টির জল সরাসরি সেখানে প্রবেশ করলেও ঢুকতে পারবে না নোংরা।

শুধু শীত নয় পথ কুকুররা যাতে রাস্তায় গাড়ি চাপা না পড়ে সেই জন্যই তার এই উদ্যোগ বলে জানিয়েছেন এই যুবক। এই অসাধারণ প্রয়াস শহরের বিভিন্ন অংশতেই দেখা যাচ্ছে। বলা বাহুল্য, যুবকের এই মানবিক কাজ শহরে তুমুল প্রশংসা কুড়িয়েছে। অনেকেই তাকে সাহায্য করতে চেয়েছেন অভিজিৎ দোরাহ নামের এই যুবককে৷

অন্যদিকে সামাজিক মাধ্যমে পোস্ট হতেই তুমুল ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিও । ইতিমধ্যেই ২০ হাজারের বেশি নেটাগরিক দেখে ফেলেছে এই ভিডিও। প্রত্যেকেই সাধুবাদ ও প্রশংসায় ভরে দিয়েছেন তাকে৷ দেখে নিন ভাইরাল ভিডিও

 

সম্পর্কিত খবর