ডেবিট ও ক্রেডিট কার্ডের নিয়মে বড় বদল ২০২১ সালের ১ জানুয়ারি থেকেই, জানুন বিস্তারিত

নতুন বছর ২০২১ শুরু থেকেই ব্যাংকিং (banking) এর বহু নিয়মে উল্লেখযোগ্যভাবে পরিবর্তন হতে চলেছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে চলেছে কন্টাক্টলেস কার্ডের মাধ্যমে টাকা লেনদেন এর ক্ষেত্রে। শুক্রবার নতুন বিধি ঘোষণার সময় আরবিআইয়ের গভর্নর বলেছিলেন যে এখন কার্ডের মাধ্যমে টাকা পয়সা লেনদেন করার জন্য ‘পিন কোড’ লাগবে না। এর উদ্দেশ্য শপিং মল বা রেস্তোরাঁয় টাকা মেটানো আরো সহজ হয়ে গেল।

images 2020 12 05T142558.203

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (আরবিআই) গভর্নর শক্তিকান্ত দাস বলেছেন, ‘ওয়ান নেশন ওয়ান কার্ড’ প্রকল্পের আওতায় কন্টাক্ট লেস ডেবিট এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রদত্ত অর্থ লেনদেনের ক্ষেত্রে এই পরিবর্তনগুলি প্রযোজ্য হবে। পিন ছাড়াই এই কার্ডগুলি থেকে সহজেই ৫ হাজার টাকা পর্যন্ত দেওয়া যাবে। জানিয়ে রাখি, বর্তমানে কেবল কন্টাক্ট লেস ডেবিট এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে যোগাযোগ পিন ছাড়া ২ হাজার টাকা পর্যন্ত লেনদেন করা যায়।

বর্তমানে এক দিনে ২ হাজার টাকা করে ৫ টি পর্যন্ত কন্টাক্টলেস লেনদেন করা যায়। এর চেয়ে লেন দেনের পরিমান বেশি হলে পিন বা ওটিপি প্রয়োজন। তবে আরবিআইয়ের নিয়ম অনুসারে, ১ জানুয়ারি থেকে যোগাযোগহীন প্রদানের সর্বোচ্চ সীমা হবে পাঁচ হাজার টাকা।

এই কার্ডগুলি যদি মেশিনের ২ থেকে ৫ সেন্টিমিটারের মধ্যে আনা হয় তবে সাধারণ কার্ডের মতো সোয়াইপ করার দরকার হয় না। পাশাপাশি, পিন বা ওটিপি কোনোটিরই প্রয়োজন নেই। এই কার্ডটি একটি স্মার্ট কার্ডের মতো। ব্যাখ্যা করুন যে ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড প্রকল্পের আওতায় ভারতীয় সংস্থা রুপে যোগাযোগবিহীন ডেবিট এবং ক্রেডিট কার্ড জারি করেছে।

 


সম্পর্কিত খবর