বাংলাহান্ট ডেস্কঃ একুশের নির্বাচন যত এগিয়ে আসছে নির্বাচনী প্রচার তত বৃদ্ধি পাচ্ছে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (dilip ghosh) আগাগোড়াই চাঁচাছোলা ভাষা ব্যবহারের তালিকায় প্রথম সারিতে রয়েছেন, আবারও সেই ধরণের ভাষা ব্যবহার করে শাসক দলের থেকে সমালোচিত হলেন। গঙ্গারামপুরের চা চক্র যোগ দিয়ে এক হুঁশিয়ারি দিলেন বিরোধীপক্ষের উদ্দেশ্যে। গদি দখলের লড়াইয়ে সরগরম বঙ্গ রাজনীতি। একুশের নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে সবকটি রাজনৈতিক দল।
এদিন সকালে গঙ্গারামপুরের চা চক্র যোগ দিয়ে বিরোধী পক্ষের দিকে কামান দেগে হুঁশিয়ারি দিয়ে দিলীপ ঘোষ বললেন, ‘যেমন আইন ভেঙে মিচ্ছিল করেছিলাম, তেমন আইন ভেঙ্গে পেটাব। একটা মারও বাইরে পড়বে না। হসপিটালে কোন বেড খালি থাকবে না আমি বলে যাচ্ছি গঙ্গারামপুরে দাঁড়িয়ে। আমরা পারি’।
বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের এই হুঁশিয়ারির পরিপ্রেক্ষিতে তৃণমূল সাংসদ সৌগত রায় বললেন, ‘কি ধরণের অসভ্য লোক একটা রাজনৈতিক দলের সভাপতি হয়ে আছেন, সেটা রাজ্যের মানুষ দেখুন। সর্বোতভাবে ওদের আইসোলেট করুন। রাজনীতি থেকে ওদের বিচ্ছিন্ন করুন। যে ভাষা বলছেন এটা রাজনীতির ভাষা নয়, এটা গুন্ডাদের ভাষা’।
কিছুদিন আগেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন, একুশের নির্বাচনের পূর্বে প্রতি মাসেই একবার করে শাহ, নাড্ডা বাংলায় আসবেন। প্রয়োজনে বেশি বারও আসতে পারেন। সম্প্রতি দুদিনের বাংলা সফরে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এবার দুদিনের বাংলা সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে জানা গিয়েছে, বোলপুরের পদযাত্রায় যোগ দেওয়ার আগে বীরভূমের তারাপীঠ মন্দিরে প্রথমে পুজো দিতে যাবেন অমিত শাহ। ২০ শে ডিসেম্বর বোলপুরে এলেও, কখন, কোথায়, কিভাবে এবং কোন পথে এই পদযাত্রা হবে- তা এখনও জানা যায়নি। সূত্রের খবর, অমিত শাহ বিশ্বভারতী পরিদর্শন করবে বলে জানা গিয়েছে।