বাংলা হান্ট ডেস্কঃ আচমকাই বন্ধ হয়ে গেল গুগলের পরিষেবা বিশেষত Google Play Store আর Youtube পরিষেবা। একদিন আগে ফেসবুক ম্যাসেঞ্জার সাময়িক বন্ধ থাকার কারণে সমস্যায় পড়তে হয়েছিল ব্যবহারকারীদের। আর এবার গুগলের Google Play Store আর Youtube পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার কারণে বিশ্বজুড়ে ভোগান্তির সন্মুখিন ব্যবহারকারীরা। আচমকাই এই পরিষেবা বন্ধ হওয়ার কারণ কি এটা নিয়ে এখনো কোনও বিবৃতি দেয় নি সংস্থা। তবে আশা করা যাচ্ছে যে, এই পরিষেবা তাড়াতাড়ি চালুও করে দেওয়া হবে তাদের পক্ষ থেকে।
বড় খবর: বিশ্বজুড়ে বন্ধ হয়ে গেল Youtube, Play Store, Google Pay! ভোগান্তিতে নেট দুনিয়া
![IMG 20201214 173552 IMG 20201214 173552](https://banglahunt.com/wp-content/uploads/IMG_20201214_173552.jpg)
সম্পর্কিত খবর