বাংলাহান্ট ডেস্ক: ফের বিয়ের সানাই টলিউডে। তাও আবার মহানায়ক উত্তম কুমারের পরিবারে। সবেমাত্র ১০ ডিসেম্বর অভিনেত্রী দেবলীনা কুমারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন উত্তম কুমারের নাতি গৌরব চ্যাটার্জি। এবার পালা তরুণকুমারের নাতি সৌরভ বন্দ্যোপাধ্যায়ের (sourav banerjee)।
সৌরভের হবু স্ত্রীও অভিনেত্রী, ত্বরিতা চ্যাটার্জি (twarita chatterjee)। বাংলা সিরিয়ালের জগতে বেশ পরিচিত মুখ তিনি। এই মুহূর্তে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল করুণাময়ী রানি রাসমণিতে সারদার মায়ের চরিত্রে অভিনয় করছেন তিনি। জা দেবলীনার মতো ত্বরিতাও নাচে বেশ পারদর্শী বলে জানা গিয়েছে।
ছয় মাস আগে থেকেই নাকি নভেম্বর বা ডিসেম্বরে বিয়ের দিন ঠিক করে রেখেছিলেন সৌরভ ত্বরিতা। মাঝে শোনা যায় লকডাউনের জন্য বিয়ে পিছিয়ে গিয়েছে তাঁদের। তবে এখনো নিজেদের বিয়ের তারিখ প্রকাশ্যে আনেননি তাঁরা। জানা গিয়েছে, গৌরব দেবলীনার মতোই একেবারে বাঙালি সাজেই বিয়ের দিন সাজবেন সৌরভ ও ত্বরিতা। বিয়ের ভোজেও এলাহি বাঙালি পদের বন্দোবস্ত থাকবে।
https://www.instagram.com/p/CIxZC-usk-W/?igshid=1uz2bfzhkve1w
https://www.instagram.com/p/CHDEB4eBxrR/?igshid=1buet7b1c6b0c
অপরদিকে গতকাল ১৩ ডিসেম্বর ক্যালকাটা বোটিং ক্লাবে বসেছিল দেবলীনা ও গৌরবের সঙ্গীত অনুষ্ঠান। এদিন ক্রিম রঙের শেরওয়ানিতে সেজেছিলেন গৌরব। দেবলীনা পরেছিলেন হালকা সবুজ ও গোলাপি রঙের লেহেঙ্গা। জনপ্রিয় হিন্দি গানের তালে চুটিয়ে নেচে স্টেজ মাতালেন নব বিবাহিত জুটি। ১৫ ডিসেম্বর গ্র্যান্ড রিসেপশন দেবলীনা গৌরবের।
প্রসঙ্গত, সম্প্রতি সিঁদুরদানের ছবি শেয়ার করার পরে ফের একটি নতুন ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন দেবলীনা। ছবিতে গৌরবকে পাশে নিয়ে বসে থাকতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। নব বিবাহিতা স্ত্রীর গালে চুম্বন করতে যাচ্ছেন গৌরব। দেবলীনার পরনে লাল টুকটুকে বেনারসী, মাথায় মুকুট। পাশে গৌরবও পরেছেন লাল পাঞ্জাবি ও ফ্লোরাল প্রিন্টের ধুতি। দুজনের গলাতেই ফুলের মালা। ছবিতে ক্যাপশনে দেবলীনা লিখেছেন, ‘মোরা দুজনে’।
এর আগে গৌরবের পরিবারের সদস্যদের সঙ্গে ক্যামেরাবন্দি হন দেবলীনা। বৌভাতের দিন গৌরবকে পাশে নিয়ে শ্বশুরবাড়ির পরিবারের সঙ্গে পোজ দেন তিনি। এইদিন দেবলীনার পরনে ছিল বেগুনি রঙের বেনারসী, পাশে তসরের ধুতি পাঞ্জাবিতে গৌরব।