বাংলা হান্ট ডেস্কঃ গোটা বিশ্বে করোনা ভাইরাসের (Coronavirsu) প্রকোপ জারি আছে। গোটা বিশ্বে এখনো পর্যন্ত ৭ কোটি ২৭ লক্ষের বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছ। আর এখনো পর্যন্ত ১৬ লক্ষ ২০ হাজার মানুষ এই ভাইরাসে প্রাণ হারিয়েছে। ইউরোপের দেশে করোনার দ্বিতীয় ওয়েভ শুরু হয়েছে।
জার্মানিতে (Germany) করোনার দ্বিতীয় ওয়েভ শুরু হয়েছে। এবার মার্চ-এপ্রিলের মোকাবিলায় পরিস্থিতি আরও ভয়াবহ। জার্মানির অনেক শহরের হাসপাতালের ICU এর ক্ষমতার থেকেও ৯০ থেকে ৯৫ শতাংশ রোগী ভর্তি হয়েছে। আর এই কারণে জার্মানি সরকার দেশে সবথেকে কড়া লাকডাউন জারি করতে চলেছে। সরকার দেশে কড়া লকডাউন জারি হওয়ার দুদিন আগে দেশবাসীকে সমস্ত প্রয়োজনীয় সামগ্রী কিনে রাখার আবেদন করেছে।
চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল আর জার্মানির ১৬ টি রাজ্যের গভর্নর রবিবার পারস্পরিক সহমতি জানিয়ে বলেছে যে, দেশে কোভিড-এর প্রকোপ রোখার জন্য ১০ জানুয়ারি পর্যন্ত কড়া লকডাউন লাগু থাকবে।
জার্মানিতে ১৬ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত কড়া লকডাউন জারি থাকবে। এর সাথে সাথে বড়দিনের উৎসব আর নতুন বছর পালনেও কড়া নিষেধাজ্ঞা জারি থাকবে। মার্চ-এপ্রিল মাসে জারি নিষেধাজ্ঞার সময় জার্মানিতে রাতে কারফিউ ছিল না কিন্তু এবার রাতেও কারফিউ জারি থাকবে বলে জানা যাচ্ছে। জার্মানিতে লকডাউনের সময় সমস্ত দোকান, স্কুল বন্ধ থাকবে। আর দুই গজের দূরত্ব পালন করার নিয়ম কড়া ভাবে জারি হবে।
দেশের অর্থমন্ত্রী পিতার অলটমের রবিবার জানান, ‘আমি আশা করছি যে সবাই নিজের প্রয়োজনীয় সামগ্রী কিনে নেবে। আমরা যত শীঘ্র এই সংক্রমণে নিয়ন্ত্রণ পাব, তত শীঘ্রই আমাদের জন্য খুশির খবর আসবে।”