বাংলায় কেন পড়ছে না তীব্র ঠাণ্ডা? কারণ জানাল আবহাওয়া দফতর

বাংলাহান্ট ডেস্কঃ সকাল থেকেই কুয়াশা ঘেরা বাংলার আবহাওয়া (weather)। কুয়াশা থাকলেও, সেই ঘন দাপট দেখা যাচ্ছে না। সেইসঙ্গে চড়েছে তাপমাত্রার পারদও। আবহাওয়াবিদদের মতে, এই কুয়াশাই বঙ্গে শীতের পথে কাঁটা হয়ে দাঁড়াচ্ছে বারবার। তবে সপ্তাহান্তে তাপমাত্রা কমার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। তবে আর ১-২ দিন হয়ত এই কুয়াশার দাপট সহ্য করতে হবে বলেও জানা গিয়েছে।

আজকের আবহাওয়া
সোমবারের পর মঙ্গলবারও আবহাওয়ার প্রায় একই পরিস্থিতি রয়েছে। সকালে বেশ গরম অনুভূত হচ্ছে। রোদও উঠেছে মেঘের ফাঁকা দিয়ে। গায়ে গরম জামা প্রায় রাখা যাচ্ছে না বললেই চলে। সকালের দিকে যদিও বা পড়া যাচ্ছে, বেলার দিকে সেই গরম জামা আর গায়েই রাখা যাচ্ছে না। কুয়াশার দাপট সরে যেতেই বাতাস উষ্ণ হতে শুরু করেছে। যার ফলে পালিয়ে গিয়েছে কনকনে ঠাণ্ডা।

1604697442 shutterstock 533462248

আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। হাওয়া অফিস জানিয়েছে, বাংলার আকাশে সকালের দিকে আবছা রোদ এবং রাতের দিকে মূলত আবছা থাকবে। গতকালের থেকে আজ সকালের এবং রাতের তাপমাত্রা ১ ডিগ্রি করে কমতে পারে।

in delhi 24

বঙ্গে ঠাণ্ডার ফেরার দিনক্ষণ জানাল আবহাওয়া দফতর
হঠাৎ করে ঠাণ্ডা চলে যাওয়ায় শীত প্রিয় বাঙালি কিছুটা বিমর্ষ হয়ে পড়েছে। শীতের পিঠে পায়েস, যত ঠাণ্ডা পড়বে, সেসব খাওয়ার মজাই আলাদা। তবে বাঙালির নিরাশ হওয়ার কোন কারণ নেই। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী শুক্রবার থেকে বঙ্গে ফিরছে কনকনে ঠাণ্ডা, পড়বে জাঁকিয়ে শীত।


Smita Hari

সম্পর্কিত খবর