রক্ত জল করে ফলানো ফুলকপি বিক্রি হচ্ছে ১ টাকায়, রাগে নিজের ক্ষেত তছনছ করলেন কৃষক : ভাইরাল ভিডিও

viral video : মাসের পর মাস মাথার ঘাম পায়ে ফেলে ফলানো ফসল থেকে যদি উপযুক্ত দাম না পাওয়া যায় তবে তা মেনে নিতে পারেন না কোনো কৃষকই। লোকসানের জেরে অনেকেই আত্মহত্যা করেন, অনেকে আবার ক্ষেতের ফসল রাস্তায় ফেলে বিক্ষোভও দেখান। এবার নিজের হাতেই সাধের সব্জির ক্ষেত নষ্ট করলেন এক কৃষক। নেট দুনিয়ায় ভাইরাল হল সেই ভিডিও।

IMG 20201215 134151

এই বছর ফুলকপির ফলন বেশ ভালোই হয়েছে। দাম তলানিতে ঠেকতে ঠেকতে এসে দাঁড়িয়েছে মাত্র ১ টাকায়। যার জেরে বিপুল লোকসানের মুখে পড়েছেন কৃষকরা। সমস্তিপুরের এই ছোট কৃষকটিও একই রকমের লোকসানের মুখে পড়েছেন যার জেরে নিজের পুরো ক্ষেতই নষ্ট করে দেন তিনি। পাশাপাশি প্রতিবেশিদের জন্য নিজের ক্ষেত উন্মুক্ত করে দেন, বলেন যে কেউ যত খুশি ফুলকপি নিয়ে যেতে পারেন সেখান থেকে।

ক্ষোভের সুরে এই কৃষক বলেন, মাত্র ১ হাজার ৯০ টাকা সরকারি সাহায্য পেয়েছেন তিনি। আপাতত সমস্ত ফসল উপড়ে তিনি গম ফলাতে চান। জানিয়ে রাখি কৃষকরা মাত্র ১ টাকা পেলেও বড় শহরে এই ফুলকপিই বিক্রি হচ্ছে চড়া দামে। কৃষকদের কাছ থেকে অল্পদামে কিনে তা অনেক বেশি লাভে বিক্রি করছেন মধ্যস্বত্ব ভোগীরা।

ভিডিওটি সামাজিক মাধ্যমে পোস্ট হতেই তুমুল ভাইরাল হয়ে গিয়েছে। সরকারের কৃষি নীতির বিরুদ্ধে ইতিমধ্যেই সুর চড়াচ্ছেন বিরোধীরা। প্রসঙ্গত, সরকারের নতুন কৃষি নীতি ও অত্যাবশকীয় পন্য তালিকার তুলে দেওয়ার বিরুদ্ধে সারা দেশেই চলছে বিক্ষোভ। যার নেতৃত্ব দিচ্ছেন পাঞ্জাবের কৃষকরা। দেখুন ভাইরাল ভিডিও

 

 

সম্পর্কিত খবর