বাংলা হান্ট ডেস্কঃ অবসর ভেঙে ফের বাইশগজে ফিরতে পারেন 2011 বিশ্বকাপ জয়ের নায়ক যুবরাজ সিং (Yuvraj Singh)। সৈয়দ মোস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে যে 30 জনের সম্ভাব্য দল ঘোষণা করা হয়েছে সেখানে রাখা হয়েছে যুবরাজ সিং-কে। ইতিমধ্যে ব্যাট হাতে নেটে পাঞ্জাব দলের সঙ্গে অনুশীলনেও নেমে পড়েছেন যুবরাজ।
2019 বিশ্বকাপ চলাকালীন আচমকাই সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন যুবরাজ সিং। এমনকি 2020 আইপিএলেও তিনি খেলেননি। আর তাই দীর্ঘদিন পর ব্যাট হাতে নেটে নামলেও ফিটনেস এর দিক দিয়ে যুবরাজের একটু হলেও সমস্যা তৈরি হয়েছে। তবে এখনও পর্যন্ত সেই আগের ফর্মেই রয়েছেন যুবি।
তবে সৈয়দ মোস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টে যুবরাজ সিংকে খেলতে গেলে দরকার বিসিসিআইয়ের অনুমতি। কারণ বিসিসিআই এর অনুমতি নিয়েই যুবরাজ সিং বিদেশে টি-টোয়েন্টি লিগ খেলতে গিয়েছিলেন। তাই ফের বিসিসিআই অনুষ্ঠিত কোন টুর্নামেন্টে নামতে গেলে বিসিসিআই অনুমতি নিতে হবে যুবিকে। আর এই নিয়ে শুরু হয়েছে জল্পনা। তবে অনেকেই মনে করছেন যেহেতু এই মুহূর্তে বোর্ড প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন সৌরভ গাঙ্গুলী। তাই বোর্ডের অনুমতি পেতে যুবির খুব একটা অসুবিধা হবে না।