লিখনে – জ্যোতিষী দেবকন্যা সুভাষিনী
জীবনের সমস্যা কাটাতে আমরা অনেক সময় জ্যোতিষশাস্ত্রের (Astrology News) সাহায্য নিয়ে থাকি। আজকে মেষ রাশি নিয়ে কিছু সাবধানতা বা শতর্কিকরণ নিয়ে আলোচনা করা হবে। বছরের পুরোপুরি শেষ প্রান্তে এসে গিয়েও কিন্তু আপনারা হতাশ রয়েছেন, কোনো আশার আলো আজ ও দেখতে পারছেন না। না আর্থিক, না মানসিক, না সাংসারিক- কোনো দিক থেকেই কোনো ভালো খবর বা ভালো স্থিতিশীল অবস্থা লক্ষ্যই করতে পারছেন না। এমন সমস্যা অনেকের জীবনেই থেকে থাকে।
মেষ রাশির ব্যক্তিদের ২০২০ -এর ডিসেম্বর থেকে ২০২১ -এর জানুয়ারি পর্যন্ত বেশ কিছু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। ভালো করে জেনে নিন, কোন কোন বিষয়গুলো আপনাকে এড়িয়ে চলতে হবে।
প্রথমতঃ কাউকে টাকা ধার দেওয়া থেকে নিজেকে বিরত রাখুন। নতুন কোনো ঝুঁকি নেবেন না ব্যবসার ক্ষেত্রে। নতুন ব্যবসায় টাকা ইনভেস্টমেন্ট করা থেকে এড়িয়ে চলুন। আপনাদের পার্টনারশীপ ব্যবসা নতুনভাবে করার কোনো পরিকল্পনা থাকলে এইমূহুর্তে বাদ রাখুন। নতুন করে কোনো লোন নেবেন না। পুরাতন লোন নেওয়া থাকলে প্রতিমাসের কিস্তি শোধের ক্ষেত্রে সমস্যা আসতে পারে। টাকা পয়সা সাবধানে খরচা করুন। নতুন গাড়ি জমিতে ইনভেস্টমেন্ট এই দুই মাসে করবেন না।
দ্বিতীয়তঃ শারীরিক অসুস্থতা যাদের মেষ রাশির আছে তারা ডাক্তার চেঞ্জ করুন অথবা 2nd opnion নিয়ে চলুন। যাদের অসুস্থতা নেই তারা শরীরের যত্ন নিন। শারীরিক ভাবে মাথায় আঘাত লাগা, দুর্ঘটনার স্বীকার হওয়া, যানবাহন থেকে সতর্কতা, বাইক/মোটরসাইকেল যারা চালান তারা অতিরিক্ত সাবধানতা মেনে চলুন। কারণ সময় আপনাদের অনুকূল নয়। চেস্ট পেন বা শ্বাসকষ্ট থাকলে আজই ডাক্তার এর কাছে যান। যাদের হার্ট এর প্রবলেম অলরেডি আছে তারা এই দুটি মাস অতিরিক্ত সাবধানতা মেনে চলুন। ডাক্তারের পরামর্শ নিয়ে চলুন।
তৃতীয়তঃ যারা বিদ্যার্থী রয়েছেন তাদের জন্য পড়াশুনায় বাধা আসার সম্ভাবনা প্রবল। পড়াশোনা তে মনোনিবেশের অভাব ও লক্ষ্য করা যাচ্ছে। প্রচুর পরিশ্রম ও অধ্যাবসায় প্রয়োজন। শরীরের দিকেও বিদ্যার্থীদের অধিক যত্নবান হওয়ার প্রয়োজন। যারা চাকরীরত তাদের প্রমোশন হতে বাধা, প্রমোশন হলেও জন্মস্থান থেকে দুরবর্তী স্থানে হবার সম্ভাবনা। চাকরির জায়গায় শত্রুতা, কাজ বন্ধ হয়ে যাওয়া, চাকরি চলে যাওয়ার সম্ভাবনা প্রবল।
চতুর্থতঃ যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য হতাশা, প্রেমে ভুল বুঝাবুঝি- সামনের দুটি মাস খুব সাবধান হওয়ার প্রয়োজন সম্পর্ক টেকানোর ক্ষেত্রে। দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির আগমন, বিবাহিত জীবনে ভুল বুঝাবুঝি, কথা থেকে স্বামী স্ত্রীর মধ্যে শত্রুতা, বাক সংযমের প্রয়োজনীয়তা আছে, কোথায় কোন কথা বলা উচিত সেখানে বুঝে কথা বলার প্রয়োজন নতুবা বিপদের আশংকা প্রবল। সব জায়গা তেই হটাৎ মাথাগরম হয়ে গিয়ে কথা থেকে বিষ উগলানো বন্ধ করুন নাহলে অযথা সমস্যায় পড়বেন। এমনকি আইনি ঝামেলায় ও জড়াতে পারেন।
মধ্যকথা বছরের শেষ এবং বছরের শুরুতে নানান দিক থেকেই বিপদের আশংকা প্রবল। সেক্ষেত্রে অতিরিক্ত সাবধানতা এবং সতর্কিকরণ যেরকম প্রয়োজন, তেমনই যার যার নিজস্ব জন্মকুন্ডলি বিচার করিয়ে প্রতিকার প্রতিবিধান করাটাও জরুরি। যেরকম একমাত্র ছাতাই পারে আমাদের বৃষ্টি রোদ থেকে বাঁচাতে, নিজেদেরকে safe রাখতে ঠিক তেমনই জ্যোতিষ মতে প্রতিকার আপনাকে সমস্যা মুক্ত জীবন দিতে পারে। সঠিক জোতিষ ব্যক্তিত্বের পরামর্শ নিন এবং সমস্যা নয় সমাধান নিয়ে ভাবুন।
আপনার জীবনের যেকোনো সমস্যার সমাধান করতে যোগাযোগ করুন ১৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষী দেবকন্যা সুভাষিনীর সাথে, বুকিং করতে এক্ষুনি
কল করুন – 8100211211 ,
Visit – astrologerdebkanyasuvashini.com
Facebook- Astrologer Debkanya Suvashini