বাংলা হান্ট ডেস্কঃ ভারতের (India) স্বদেশী করোনার ভ্যাকসিন ‘কোভ্যাকসিন” (Covaxin) এর ক্লিনিক্যাল ট্রায়ালের প্রথম পর্যায়ের পরিণাম সামনে এসেছে। এই পরিণাম দেশবাসীর সাথে সাথে কোম্পানিকেও স্বস্তির খবর দিয়েছে। কোম্পানির তরফ থেকে বুধবার বলা হয়েছে যে প্রথম পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালে ভ্যাকসিন শরীরে অ্যান্টিবডি বানাতে সক্ষম হয়েছে আর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। কোম্পানি জানিয়েছে যে, প্রথম পর্যায়ের টিকাকরনের পর কোনও গুরুতর সমস্যা সামনে আসেনি, আর যেই সমস্যা ছিল সেগুলো ওষুধ ছাড়াই দ্রুত গতিতে ঠিক হয়ে গিয়েছে। ইনজেকশন যেখানে লাগানো হয়েছে, সেখানকার ব্যথাও খুব তাড়াতাড়ি ঠিক হয়ে গিয়েছে।
Interim findings from phase 1 trial of Covaxin: After 1st vaccination, local & systemic adverse events were predominantly mild/moderate in severity & resolved rapidly, without prescribed medication. Most common adverse event was pain at injection site which resolved spontaneously https://t.co/0CinbDySG6
— ANI (@ANI) December 16, 2020