সরল শীতের পথের কাঁটা, উত্তুরে হাওয়ায় কাঁপবে বাংলাঃ আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্কঃ ধীরে ধীরে এবার বঙ্গে প্রবেশের পথে কনকনে ঠাণ্ডা। সব বাঁধা বিঘ্ন পেরিয়ে আবহাওয়া দফতরের (weather office) পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল থেকেই জাঁকিয়ে ঠাণ্ডায় কাবু হওয়ার সময় ঘনিয়ে এসেছে। নামবে উষ্ণতার পারদ এবং সপ্তাহান্তে গিয়ে চড়বে হাড়কাপানো ঠাণ্ডার পারদ।

বিগত কয়েকদিন কুয়াশা ঘেরা বাংলায় তাপমাত্রা বেশকিছুটা কমে গিয়েছিল। তারপরই আবারও তাপমাত্রার পারদ চড়তে শুরু করে। তবে আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, আবারও কমবে তাপমাত্রার পারদ, পড়বে জাঁকিয়ে শীত। সামনেই আসছে পিঠে, পুলি, পায়েস খাওয়ার উপযুক্ত সময়।

769082 winter delhi pti 122418

আজকের আবহাওয়া
বৃহস্পতিবার সকালে হালকা মেঘাচ্ছন্ন কুয়াশা ঘন পরিবেশ থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বদলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এতদিন ধরে সকালের দিকে হালকা ঠাণ্ডা অনুভূত হলেও, বেলার দিকে গায়ে গরম জামা রাখা দুস্কর হয়ে পড়ত। তবে এবার আর তা হবে না। এবার আসছে জাঁকিয়ে শীত। সেইসঙ্গে হাওয়া অফিস জানিয়েছিল, অন্যান্য বারের ন্যায় এবার একটু বেশি থাকবে ঠাণ্ডার আমেজ এবং স্থায়ী হবেও বেশি দিন।

delhi cold ani

আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। হাওয়া অফিস জানিয়েছে, বাংলার আকাশে সকালের দিকে আবছা রোদ এবং রাতের দিকে মূলত আবছা থাকবে। গতকালের তুলনায় আজ সর্বোচ্চ তাপমাত্রা কমেছে ১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রাও কমেছে ১ ডিগ্রি। সকালের দিকে সেভাবে ঠাণ্ডা অনুভূত না হলেও, রাতের দিকে সামান্য ঠাণ্ডার আমেজ পেতে পারে বাংলার মানুষ। এদিকে আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার থেকেই বাংলায় প্রবেশ করবে হাড়কাপানো ঠাণ্ডা।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর