বাংলা হান্ট ডেস্কঃ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের চার ম্যাচের টেস্ট সিরিজ থাকলেও প্রথম টেস্ট খেলেই পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরে আসবেন ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat kohli)। বিরাট কোহলি দেশে ফিরে আসলে যে টিম ইন্ডিয়া চাপে পড়ে যাবে তা বলাই বাহুল্য। আর সেই কারণেই বিরাট কোহলির অস্ট্রেলিয়া সিরিজের মাঝপথে দেশে ফিরে আসা নিয়ে সমালোচনার ঝড় শুরু হয়েছে দেশজুড়ে।
দেশের প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেট বিশেষজ্ঞরা কেউই বিরাট কোহলির এই দেশে ফিরে আসাকে সমর্থন করেননি। বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারত অধিনায়ক কপিল দেব থেকে শুরু করে সুনীল গাভাস্কার সকলেই বিরাট কোহলি পিতৃত্বকালীন ছুটি নিয়ে সমালোচনা করেছেন। সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলির পিতৃত্বকালীন ছুটি নিয়ে কম তর্ক বিতর্ক সৃষ্টি হয়নি। তবে কেউ কেউ আবার বিরাট কোহলিকে সমর্থনও করেছেন। যেমন ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রী বিরাট কোহলির এই পিতৃত্বকালীন ছুটিকে পুরোপুরিভাবে সমর্থন করেছেন। এছাড়াও অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান ব্যাটসম্যান স্টিভ স্মিথও বিরাট কোহলির পিতৃত্বকালীন ছুটি কে সমর্থন করেছেন।
তবে এতদিন পর্যন্ত বিরাট কোহলির পিতৃত্বকালীন ছুটি নিয়ে কোন কথায় বলেননি বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। আর তাই ভারতীয় ক্রিকেট প্রেমীরা অপেক্ষায় ছিলেন কবে তিনি এই প্রসঙ্গে মুখ খুলবেন? এবার বিরাট কোহলির পিতৃত্বকালীন ছুটি নিয়ে মুখ খুললেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।
এই প্রসঙ্গে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী বলেন, “এটা সম্পূর্ণভাবে বিরাটের ব্যক্তিগত ব্যাপার। ও যেটা ভালো মনে করেছে সেটাই করেছে। বিরাটের আবেদনে সাড়া দিয়ে বোর্ড বিরাট কোহলির এই ছুটি মঞ্জুর করেছে। যখন ভারতীয় ক্রিকেট বোর্ড বিরাট কোহলির ছুটি মঞ্জুর করেছে তখন এই ব্যাপারে আলাদা করে আর কিছুই বলার নেই।”