সিনেমার কায়দায় গাড়ি আটকে নববধুকে ছিনতাই করে নিয়ে গেল প্রাক্তন প্রেমিক

Published On:

বিয়ের পর বউ পালানোর নানান ঘটনা আমরা মাঝে মধ্যেই শুনে থাকি। কিন্তু বউ ছিনতাই তাও আবার চলন্ত গাড়ি থেকে! সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে শিলিগুড়ির যুবকের সাথে। জলপাইগুড়িতে অষ্টমঙ্গলা থেকে ফেরার পথে গাড়ি থামিয়ে নববধুকে ছিনতাই করে নিয়ে যায় তার প্রাক্তন প্রেমিক ও তার বন্ধু।

বৃহস্পতিবার রাতে শ্বশুরবাড়ি জলপাইগুড়ি থেকে অষ্টমঙ্গলা সেরে নিজের বাড়ি শিলিগুড়ি যাচ্ছিলেন ঐ যুবক ও তার নববধূ। ঘন কুয়াশার মধ্যেই দুই অপরিচিত ফিল্মি কায়দায় গাড়ির সামনে নিজেদের বাইক দাঁড় করান। যে কারনেই বাধ্য হয়েই গাড়িটিকে থামতে হয়। এরপর ঘটে আজব ঘটনা, গাড়ির দরজা খুলে বউএর হাত ধরে সজোরে টান দেয় ঐ দুই যুবক। বাধা দিতে গিয়ে ঘুসিও খান যুবক। বউ এর তরফ থেকে অবশ্য কোনও বাধা দেওয়া হয় নি। এরপরেই বাইকে নববধুকে চাপিয়ে বেপাত্তা হয়ে যান তারা।

চলন্ত গাড়ি থেকে বউ ছিনতাই এর এই ঘটনা স্থানীয় কোতোয়ালি থানায় জানান যুবক। এরপরেই ‘কাহানি মে নয়া মোড়’। পুলিশের কাছে ঐ যুবতী জানান সে স্ব-ইচ্ছায় ঐ যুবকের সাথে পালিয়ে এসেছেন। তিনি ঐ যুবকের সাথে সংসার করতে চান।

জানা যাচ্ছে, বিবাহিত এই দম্পতির আলাপ প্রায় ১ বছরের। দুজনের বাড়ির পক্ষ থেকে দেখা শোনা করে বিয়েও ঠিক হয়। সেই মতোই উভয়ের পরিণয় হয়। পাত্রপক্ষের তরফ থেকে কোনো দাবি দাওয়া না থাকলেও কন্যাপক্ষ আপ্যায়নে ত্রুটি রাখেন নি। বিয়ের পর অষ্টমঙ্গলায় যান তারা। সেখান থেকে ফেরার পথেই এই কান্ড।

ঘটনাটি প্রকাশ্যে আসার পরই তা মুখে মুখে ছড়িয়ে পড়েছে এলাকায়। অন্যদিকে পুলিশের কাছে বউ ছিনতাই এর অভিযোগ দায়ের হলেও মেয়েটি পুলিশকে জানিয়েছে সে প্রাপ্ত বয়স্ক এবং প্রাক্তন প্রেমিকের সাথেই সংসার করতে চান।

 

X