বিহারের প্রথম কাঁচের ব্রিজ তৈরি হল রাজগীরে, চীনের স্কাইওয়াকের থেকেও অনেক আকর্ষণীয়

বাংলা হান্ট ডেস্কঃ বিহারের (Bihar) রাজগীর (Rajgir) পর্যটকদের কাছে খুবই পছন্দের একটি জায়গা। জানিয়ে দিই, রাজগীরে ঘোরার জন্য শুধু দেশ থেকেই পর্যটক যায় না, বিদেশ থেকেও প্রতিবছর বহু পর্যটক আসে। ভগবান বুদ্ধের ঐতিহ্যের সাথে সাথে ভারতীয় ইতিহাস নিজের মধ্যে লুকিয়ে রেখে এই শহর গোটা রাজ্য আর দেশের মানুষের কাছে আকর্ষণের কেন্দ্র। এবার এই শহরে চীনের মতো করে প্রথম কাঁচের ব্রিজ (Skywalk) তৈরি হয়েছে, আর এই ব্রিজ এখন নতুন করে মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

এই ব্রিজটি বিহার সরকার দ্বারা পর্যটকদের জন্য তৈরি করা হয়েছে। রাজগীরে এই কাঁচের ব্রিজের ফলে আরও বেশি করে পর্যটক আসার প্রবল সম্ভাবনা। চীনের হাংঝু প্রান্তে তৈরি ১২০ মিটার উঁচু কাঁচের ব্রিজের মতই রাজগীরে কাঁচের স্কাইওয়াক ব্রিজ তৈরি করা হয়েছে। এই ব্রিজে উঠলে আপনি আপনার পায়ের নীচের মাটিকেও সহজেই দেখতে পারবেন।

রাজগীর নিজের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। বিহার সরকারের পর্যটন বিভাগ এই ব্রিজের আশেপাশে পর্যটন কেন্দ্রকে আরও এগিয়ে নিয়ে যেতে সাফারি পার্কেরও নির্মাণ করেছে। রাজগীরে জু সাফারি, প্রজাপতি পার্ক, আয়ুর্বেদিক পার্ক আর দেশ-বিদেশের আলাদা আলাদা প্রজাতির গাছ-গাছারি আছে।

এই ব্রিজ নতুন বছরের অবসরে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে। এর সাথে সাথে সেখানে কয়েক কোটি টাকা খরচ করে রোপওয়েরও নির্মাণ করা হচ্ছে। এই রোপওয়ের মাধ্যমে বিশ্ব শান্তির স্তুপ পর্যন্ত সহজেই পৌঁছে যাওয়া যাবে। জানিয়ে দিই, নালন্দা জেলার সেন্ট্রাল জু অথরিটির থেকেও জু সাফারি পার্কের অনুমোদন পাওয়া হয়ে গিয়েছে। চীন তাদের প্রথম কাঁচের ব্রিজ ২০ আগস্ট ২০১৬ সালে জনসাধারণের জন্য খুলে দেয়। সেই সময় সেটিই বিশ্বের দীর্ঘ আর সবথেকে উঁচুতে থাকা কাঁচের ব্রিজ ছিল সেটি।


Koushik Dutta

সম্পর্কিত খবর