মুক্তির অপেক্ষায় নতুন গানের ভিডিও, সমুদ্র সৈকতে খোলা হাওয়ায় আঁচল উড়িয়ে ভাইরাল মিমি চক্রবর্তী

বাংলাহান্ট ডেস্ক: একের পর এক হট ছবিতে (photo) একাই নেটপাড়া মাতিয়ে রেখেছেন তৃণমূলের সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী (mimi chakraborty)। কিছুদিন আগেই কালো শাড়ি ও হটপিঙ্ক লুকে পুরুষ হৃদয়ে ঝড় তুলেছিলেন তিনি। এবার সাদা কাঁধ খোলা পোশাকে শান্তির বার্তা দিয়েছিলেন অভিনেত্রী।

এবার ফের একটি ছবি অনুরাগীদের জন‍্য শেয়ার করেছেন তিনি। সমুদ্র সৈকতে লাল লম্বা আঁচল ওড়াতে দেখা গিয়েছে তাঁকে। বেশ বোঝা যাচ্ছে, আগামী গানের ভিডিওর শুটিংয়ে গিয়েই এই ছবিটি তুলেছেন মিমি। তবে এখনো সেই ভিডিও প্রকাশ করেননি সাংসদ অভিনেত্রী।

Mimi Black Bright f
এর আগেও মোহময়ী অথচ বেশ বোল্ড লুকে ধরা দিয়েছিলেন মিমি। হালকা পিচরঙা স্ট্র‍্যাপ ওয়ালা টপ ও মানানসই মেকআপেই ‘চেকমেট’ করেছিলেন তিনি। সঙ্গে ‘চেরি অন দ‍্য টপ’ মিমির হাতের নটরাজের ট‍্যাটু। অভিনেত্রী সাংসদের দিক থেকে যেন চোখ ফেরানো যাচ্ছিল না।

https://www.instagram.com/p/CI6Txc5gq7Q/?igshid=j4z2hcxdhbt6

প্রসঙ্গত, বেশ কিছুদিন আগেই লন্ডন থেকে আগামী ছবির শুটিং সেরে দেশে ফিরে আসেন মিমি। ইতিমধ‍্যেই প্রকাশ‍্যে এসেছে তাঁর আগামী ছবি ‘বাজি’র ট্রেলার। এখন শুধু অপেক্ষা সেই ছবির মুক্তির। আপাতত হাতে ছবির কোনো কাজ নেই। তাই বেশ ছুটির মেজাজে, রিল‍্যাক্স মুডে ছিলেন তিনি।

https://www.instagram.com/p/CI0dP9sAk_n/?igshid=337z6q3jtcbc

https://www.instagram.com/p/CIxx3aWA_OK/?igshid=1b0oysstc7rkf

লন্ডন থেকে ফিরেই ছুটি উপভোগ করতে নিজের দেশের বাড়ি জলপাইগুড়িতে পাড়ি দেন মিমি। সেখানে প্রকৃতির মাঝে, নিজের পরিবারের সঙ্গে চুটিয়ে কিছুদিন ছুটি কাটিয়েছেন অভিনেত্রী। তবে ফাঁকে ফাঁকে অনুরাগীদের জন‍্য ছবি, ভিডিও শেয়ার করতেও ভোলেননি মিমি। তবে এখন ফের পুরোদমে কাজে নেমে পড়েছেন তিনি।

Niranjana Nag

সম্পর্কিত খবর