বাংলাহান্ট ডেস্কঃ শনিবার মেদিনীপুরে অমিত শাহের সভায় বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এই ঘটনার পরই সেলিব্রেশনের জোয়ারে ভাসলেন তৃণমূল নেতা মদন মিত্র (madan mitra)। তৃণমূল ভাইরাস মুক্ত হওয়ার আনন্দে ব্যান্ড পার্টি, তাসা এনে গান বাজনা করে শুভেন্দুর যাওয়ার সেলিব্রেশন করলেন মদন মিত্র।
শনিবারের এই সভায় তৃণমূলের সঙ্গে বিগত ২১ বছর ধরে ঘর করা এক শীর্ষ স্থানীয় নেতা শুভেন্দু অধিকারী হাতে তুলে নিলেন বিজেপির দিলীয় পতাকা। মঞ্চে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহেক দাদা বলে সম্বোধন করে পায়ে হাত দিয়ে প্রণামও করলেন। সেইসঙ্গে এদিন তৃণমূলের আরও একঝাঁক রাঘব বোয়ালরা নাম লেখালেন বিজেপি শিবিরে।
#WATCH | West Bengal: Trinamool Congress (TMC) workers in Kamarhati celebrate resignation of Suvendu Adhikari & other party members.
Madan Mitra says, "We're happy today as the party is free of virus & dishonest people. We'll win the upcoming election with a thumping majority" pic.twitter.com/wSw6pDQ4zX
— ANI (@ANI) December 19, 2020
দুপুরের এই ঘটনার পর সন্ধ্যেতে ডিজে বাজিয়ে তাসা পার্টি সেলব্রেশনে মাতলেন মদন মিত্র। নাচ গানের সঙ্গে ছোট টেম্পো নিয়ে মদন মিত্রের সঙ্গে আনন্দে সামিল হলেন কামারহাটির তৃণমূল এবং মদন অনুগামীরা। সেলিব্রেশনের তোড়ে এক হুড খোলা গাড়িতে করে সঙ্গে একটি ছোট টেম্পো নিয়ে ছোট খাটো একটা র্যালিও কর ফেললেন তারা। দল ভাইরাস মুক্ত হওয়ার আনন্দে সামিল হল সবুজ শিবির, একথা নিজেই জানালেন মদন মিত্র।
https://www.facebook.com/MadanMitraofficial/videos/394178805023085
হঠাত এই সেলিব্রেশন কেন? জানতে চাইলে তিনি বলেন- ‘আজকের দিনে তৃণমূল পচন মুক্ত হল, ভাইরাস মুক্ত হল। তাই দল শুদ্ধ হওয়ার আনন্দে এই সেলিব্রেশন। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ ৷ শুভেন্দু মুকুল দেখে যা তৃণমূলের ক্ষমতা। বেইমানদের খতম করে সারা বাংলায় আওয়াজ তোলো মমতা-মমতা-মমতা। সেই ২০১৪ সাল থেকে বেইমানি করে আসছে শুভেন্দু, আজকে এসে সেটা স্বীকার করল’। আবার এই খুশিতে জগন্নাথ পুজোরও আয়োজন করেছিলেন তিনি।