বাংলাহান্ট ডেস্কঃ একুশের নির্বাচনের আগেই সরগরম পাহাড় ডুয়ার্সের রাজনীতি। বিমল গুরুং (Bimal Gurung)-এর সভাকে ঘিরে উত্তেজনার পারদ চড়ল পাহাড় ঘেরা দার্জিলিং-এ। পাহাড়ের উন্নয়নের স্বার্থে বিজেপি ছেড়ে তৃণমূলের ছত্রছায়ায় বিমল গুরুং-এর যোগদান কিছুতেই মেনে নিতে পারছেন না আদিবাসী বিকাশ পরিষদের নেতা রাজেশ লাকরা।
প্রায় সাড়ে ৩ বছর পর দার্জিলিংয়ের মোটরস্ট্যান্ডে রবিবার দুপুরে সভা রয়েছে বিমল গুরুং-র। কিন্তু তার আগেই তাকে হুশিয়ারী দিলেন রাজেশ লাকর। সমস্যার সূত্রপাত হয়, বিমল গুরুং-র শুক্রবারের সভা থেকেই। ওইদিন ওদলাবাড়িতে এক সভায় প্রার্থীর নাম ঘোষণা করেন বিমল গুরুং, যা শুনেই তেলে বেগুনে জ্বলে ওঠে আদিবাসী বিকাশ পরিষদ।
জানা গিয়েছে, সোনাম লামা নামে যাকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন বিমল গুরুং, তিনি আবার তৃণমূল নেতাদের ঘনিষ্ঠ। সেই কারণেই ক্ষিপ্ত হন আদিবাসী বিকাশ পরিষদের নেতা রাজেশ লাকরা।
বিমল গুরুং-র সভার পর পাল্টা সভা করেন রাজেশ লাকরা। বিমল গুরুং-র উদ্দেশ্যে সুর চড়িয়ে হুশিয়ারী দিয়ে বলেন, ‘বিমল গুরুং ডুয়ার্সের সভা করতে এলে, আগুন জ্বলবে এখানে’।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার