হাতির সাথে ধাক্কা খেয়ে লাইনচ্যুত পুরী এক্সপ্রেস

বাংলা হান্ট ডেস্কঃ পুরী-সুরাট এক্সপ্রেস ট্রেন (Puri-Surat Express Train) রবিবার রাত দেড়টা নাগাদ বড়সড় দুর্ঘটনার শিকার হয়। প্রসঙ্গত, পুরী-সুরাট এক্সপ্রেস ট্রেন যখন হাতিবারি আর মানেশ্বর স্টেশনের মাঝে ছিল, সেই সময় সামনে থেকে একটি হাতি চলে আসে। হাতির সাথে ধাক্কা খেয়ে টেনটি দুর্ঘটনার শিকার হয়। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ট্রেনের ইঞ্জিনের ছয়টি চাকা লাইন থেকে সরে যায়। এই দুর্ঘটনায় কোনও যাত্রী আহত হননি।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, উড়িষ্যার সম্বলপুর ডিভিশনে সোমবার পুরী-সুরাট ট্রেনের সামনে হাতি চলে আসে। ট্রেনকে ব্রেক কষে দাঁড় করানোর আগেই হাতির সাথে টক্কর হয়ে যায়। এই দুর্ঘটনায় পুরী-সুরাট এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইন চ্যুত হয়ে পড়ে। এই দুর্ঘটনা হাতিবারি আর মানেশ্বর স্টেশনের মাঝে রাত ২ঃ০৪ নাগাদ হয়।

ইস্ট কোস্ট রেলওয়ে এই ঘটনার কথা জানিয়ে বলে, দুর্ঘটনার পর ট্রেনের ইঞ্জিনের ছয়টি চাকা লাইনের থেকে সরে যায়। যাত্রী আর লোকো পাইলট কেউ আহত হননি।

Koushik Dutta

সম্পর্কিত খবর