অমিত শাহের পালটা বোলপুরে রোড শো করবেন মমতা, আড়াই লাখ জমায়েতের চ্যালেঞ্জ

অমিত শাহের (amit Shah) পালটা রোড শো করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) । স্থান সেই একই রবীন্দ্রনাথের স্মৃতিবিজরিত বোলপুর (bolpur)। ‘শাহি শো’ কে চ্যালেঞ্জ করে ২৯ ডিসেম্বর রোড শো করতে চলেছেন তৃণমূল সুপ্রিমো।

bjp calling Subrata, Anubrata to join the team! Mamata Banerjee

চ্যালেঞ্জ পালটা চ্যালেঞ্জে এই মুহুর্তে জমে উঠেছে বাংলার রাজনীতির ময়দান। অমিত শাহের সভায় জনতার ভিড়কে চ্যালেঞ্জ করল তৃণমূলও। পালটা রোড শো এর পাশাপাশি বিজেপিকে চ্যালেঞ্জ ছু্ঁড়ে দিলেন অনুব্রত মন্ডল ।

মমতার রোড শোতে আড়াই লাখ মানুষ জমায়েত হবেন বলে দাবি তার। একই সাথে তার আরো দাবি, বাইরে থেকে একটাও লোক আনা হবে না।

রবিবার বীরভূমের বোলপুরে মেগা রোড শো করে গিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। সেই রোড শোতে নেমেছিল জনতার ঢল। যদিও তৃণমূলের দাবি ছিল রাজ্যের অন্যান্য অঞ্চল থেকে সমর্থকদের নিয়ে এসে ভিড় বাড়িয়েছে বিজেপি।

তিনি বলেন, এক ঘন্টায় তিনি বিজেপির চেয়ে বেশি লোকের জমায়েত করতে পারেন। অমিত শাহকে কটাক্ষ করে অনুব্রত মন্ডলের আরো বক্তব্য, সোনার বাংলার আগে সোনার ভারত গড়ে তুলুক বিজেপি।

জানিয়ে রাখি, বীরভূমের বোলপুরে রোড শো করার পর স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ প্রেস কনফারেন্স করেন। এই প্রেস কনফারেন্সে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর রাজ্যের প্রশাসনকে তিনি নানান ইস্যুতে আক্রমণ করেন। অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পরিবারতন্ত্রেরও অভিযোগ করেন। উনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় শুধু নিজের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিন্তা করেন। তিনি যে করেই হোক অভিষেককেই মুখ্যমন্ত্রী বানাতে চান।

 

সম্পর্কিত খবর