শ‍্যালক-জামাইবাবুর মধ‍্যে কোন্দল, সলমনকে দেখেই ঘুষি পাকিয়ে তেড়ে গেলেন আয়ুষ! ভাইরাল সেই ভিডিও

বাংলাহান্ট ডেস্ক: সলমন খানের (salman khan) বোন অর্পিতা খান শর্মার স্বামী আয়ুষ শর্মাকে (aayush sharma) অনেকেই চেনেন। জামাইবাবু সলমনের হাত ধরেই বলিউড ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন তিনি। পরিবারেও সলমন ও আয়ুষের সম্পর্ক যে বেশ ভাল তাও সকলেই জানেন।

কিন্তু সম্প্রতি এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে চমকে গিয়েছেন নেটিজেনরা। ভিডিওতে দেখা যাচ্ছে, সলমনকে তেড়ে মারতে ছুটে যাচ্ছেন আয়ুষ। কিন্তু ঘুষি মারার আগেই তাঁর হাত ধরে আটকে দেন সলমন। এই ভিডিও এখন ভাইরাল সোশ‍্যাল মিডিয়ায়।

salman aayush001

আসলে এই সবটাই রিল, রিয়েল নয়। কিছুদিন আগেই জানা গিয়েছিল সলমন ও আয়ুষ একই ছবিতে অভিনয় করতে চলেছেন। ছবির নাম ‘অন্তিম: দ‍্য ফাইনাল ট্রুথ’। সেই ছবিতেই আয়ুষের লুক প্রকাশ‍্যে এল এবার। ছবিতে সলমনের বিপরীতে খলনায়কের চরিত্রে অভিনয় করছেন তিনি। গ‍্যাংস্টারের ভূমিকায় দেখা যাবে আয়ুষকে।

এর আগেই প্রকাশ‍্যে এসেছিল ‘অন্তিম: দ‍্য ফাইনাল ট্রুথ’ এর টিজার। ছবিতে ভাইজানের ‘ফার্স্ট লুক’ও প্রকাশ‍্যে আসে। একজন শিখের চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি। নিজের ইনস্টা হ‍্যান্ডেলে সলমনের এই লুক শেয়ার করেন আয়ুষ শর্মা।

ভিডিওটি শেয়ার করা মাত্রই ভাইরাল হয়ে যায় সোশ‍্যাল মিডিয়ায়। সলমনকে এই লুকে দেখে স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা। সোশ‍্যাল মিডিয়ায় ভাইজানের অসংখ‍্য ফ‍্যান ক্লাবের তরফেও শেয়ার করা হয় ভিডিওটি।

 

মহেশ মঞ্জরেকর পরিচালনা করবেন ‘অন্তিম: দ‍্য ফাইনাল ট্রুথ’ ছবিটি। এর আগে দাবাং সিরিজেও মহেশের সঙ্গে কাজ করেছেন ভাইজান। ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছে সলমন খান ফিল্মস। জানা গিয়েছে, মারাঠি ক্রাইম ড্রামা ‘মুলসি প‍্যাটার্ন’ এর উপর ভিত্তি করে তৈরি হতে চলেছে এই ছবি।

প্রসঙ্গত, এই মুহূর্তে সলমন অনুরাগীদের অপেক্ষা তাঁর আগামী ছবি ‘রাধে’র। ২০২১ এর ইদে মুক্তি পেতে চলেছে সলমনের বহু প্রতীক্ষিত ছবি ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’। কিছু দিন ধরে শোনা যাচ্ছিল সিনেমা হলে নয়, বরং এখনকার অন‍্যান‍্য বেশ কয়েকটি ছবির মতো OTT প্ল‍্যাটফর্মে মুক্তি পাবে সলমনের রাধে। কিন্তু সমস্ত গুঞ্জন আলোচনাকে উড়িয়ে দেন ফিল্ম সমালোচক তথা ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ। তিনি সাফ জানিয়ে দেন সিনেমা হলেই মুক্তি পাবে রাধে।

Niranjana Nag

সম্পর্কিত খবর